ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ফের বন্ধ

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ ডিসেম্বর ২০১৮

মোবাইল থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ফের বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিটিআরসি মোবাইল থ্রিজি, ফোরজি ইন্টারনেট আবার বন্ধ করে দিয়েছে। শনিবার বিকেল ৩টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। ইন্টারনেটে নানা গোষ্ঠী গুজব ছড়িয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হয়েছে। ফেক আইডি খুলে তিন বাহিনীর নামেও অপপ্রচার চালিয়েছে ওই গোষ্ঠী। এবার গুজবের ডালপালা ছড়ানোর আগেই ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। এদিকে বিটিআরসি ইন্টারনেট বন্ধের পাশাপাশি শিবির পরিচালিত বাঁশের কেল্লা, দ্বিতীয় আলো, বিদ্রোহী আলো, বখতিয়ারের ঘোড়া, ফরায়েজী আন্দোলন, ব্রেকিং আঠারো দলীয় জোট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভিশন ২০২১, ফ্রিডম অব স্পিচ, বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী, বিডি ন্যাশনালিস্ট, ১৮ দলীয় জোট, শো নিউজ ডটকম, লন্ডন বাংলানিউজ, তরুণ প্রজন্ম সাইট বা পেজ বন্ধ করে দিয়েছে। এই সাইট বা পেজ থেকে একাদশ নির্বাচনকে কেন্দ্র করে নানা অপপ্রচার চালানো হয়েছে। সাইটগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। ইন্টারনেট বন্ধের বিষয়টি জানতে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকের সঙ্গে কয়েক দফা চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন বলেন, শনিবার বিকেল ৩টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত থ্রিজি, ফোরজি ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। নির্বাচনের দিন যাতে থ্রিজি, ফোরজি ব্যবহার করে গুজব ছড়াতে না পারে তার জন্য ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। কাজটি করেছে বিটিআরসির কারিগরি বিভাগ। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে। যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোন পক্ষই অপপ্রচার ও গুজব ছড়াতে না পারে। রবিবার রাত ১২টার পর থেকে এ সেবা আবার স্বাভাবিক হয়ে যাবে। বিটিআরসি জানিয়েছে, নির্বাচনের আগের দিন মোবাইল ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা টানা ৩৩ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার বিকেল ৩টার পর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে খবর আসতে শুরু করে ইন্টারনেট বন্ধের। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু রয়েছে। সারা দেশে ২৯৯ আসনে রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। বিটিআরসির নির্দেশ অনুযায়ী ভোটের দিন মধ্যরাত পর্যন্ত মোবাইল ফোনে ফোরজি ও থ্রিজি সেবা পাওয়া যাবে না। মোবাইল অপারেটরদের কয়েক কর্মকর্তা বলেন, বিটিআরসির ই-মেইল বার্তার মাধ্যমে অপারেটরদের ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দিয়েছেন। থ্রিজি ভয়েস এবং টুজি ইন্টারনেট ও ভয়েস সেবা চালু রাখতে বলা হয়েছে। তারা সে অনুযায়ী কাজ করছে। এ কাজ শেষ করতে বেশ সময় প্রয়োজন। বিষয়টি কারিগরি। পুরোপুরি কাজ করতে একটু সময় লাগবে। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮ টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসাবে গত নবেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ৯ কোটি ১৮ লাখের বেশি। এর মধ্যে ৮ কোটি ৬০ লাখ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এদিকে বিটিআরসি জানিয়েছে, ‘বাঁশেরকেল্লা’ সামাজিক যোগাযোগ মাধ্যম ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত শক্তিশালী ফেসবুক পেজ বন্ধ করে দেয়া হয়েছে। (https:/ww/w.facebook.com/newbasherkella) এর আগে বিটিআরসি বাঁশেরকেল্লা দফায় দফায় বন্ধ করে দিলেও আবার তারা এই সাইট চালু করে।
×