ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সহিংসতা হলে কঠোর হস্তে দমনের নির্দেশ সিইসির

প্রকাশিত: ০৫:৪১, ৩০ ডিসেম্বর ২০১৮

সহিংসতা হলে কঠোর হস্তে দমনের নির্দেশ সিইসির

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোর হস্তে সহিংসতা দমনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এছাড়া নির্বাচনে প্রার্থীদের এজেন্টদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দল-মতের উর্ধে থেকে নির্ভয়ে দায়িত্ব পালনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও দায়িত্বরত সব বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের পরিবেশ নির্বিঘœ করতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে হবে। সহিংস ও নাশকতামূলক অবস্থার সৃষ্টি হলে তা কঠোর হাতে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। ভোটের সার্বিক প্রস্তুতির পাশাপাশি ভোটের কাজে নিয়োজিত সবার দায়িত্ব তুলে ধরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, দল, সমর্থক ও ভোটারদের সহনশীল মনোভাব দেখাতে অনুরোধ করেন এ সময়। বলেন, কোথাও কোথাও প্রার্থীর এজেন্টদের হয়রানির কথা এসেছে, যা কোনভাবে কাম্য নয়। প্রার্থীর কোন এজেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ না থাকলে কাউকে গ্রেফতার বা হয়রানি করা যাবে না। এবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৮৬১ জন প্রার্থী মাঠে আছেন। সব দল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। প্রচারে সারাদেশ মুখরিত হয়েছে। নির্বাচনের প্রতিযোগিতামূলক আবহ সৃষ্টি হয়েছে। সারাদেশে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও প্রার্থীর সমর্থকদের বারবারই আচরণবিধি মেনে ধৈর্য-সহনশীল পরিচয় দেয়ার আহ্বান জানিয়েছে, যাতে সহিংসতা না হয়। তবুও কিছু সহিংসতা হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, পরিবেশ ব্যাহত হয়েছে। এগুলো মোটেও কাম্য ছিল না। নির্বাচনে যদি কারও অবহেলার কারণে পরিবেশ ব্যাহত হয়, অবহেলা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি প্রভাব বা প্রলোভনে প্রলুব্ধ না হয়ে স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান। ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হয়েছে। কমিশনের কঠোর অবস্থান তুলে ধরে বলেন, কোন মহল অবৈধভাবে ভোট কেন্দ্রে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অবশ্যই নিয়ন্ত্রণ করবে।
×