ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোটের টানে নিজ এলাকায় ভোটাররা

প্রকাশিত: ০৪:১৩, ৩০ ডিসেম্বর ২০১৮

ভোটের টানে নিজ এলাকায় ভোটাররা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ছুটছেন নিজ এলাকায় ভোট দেয়ার জন্য। দেশের বাহিরে থেকেও অনেক ভোটার এসেছেন নিজ এলাকায়। বিদেশে অবস্থানকারী ভোটারদের প্রিয় প্রার্থীকে ভোট দিতে আগ্রহের কমতি নেই। মুন্সীগঞ্জ জেলার একটি বড় অংশ বিদেশে অবস্থান করায়, আগে থেকেই জেনে নিয়েছেন। চারদিকে জুড়েই কেবল নির্বাচনী কথাবার্তা। কেমন হবে নির্বাচন, কে হবেন বিজয়ী এই নিয়েই সার্বক্ষণিক বিশ্লেষণ। তরুণ ভোটারদের মাঝেও আনন্দ বিরাজমান করছে চারদিকে। জেলা জুড়েই নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা যায়, শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারাটাই সবার প্রত্যাশা। সাবেক প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া সংগঠক ইকবাল হোসেন জানান, ঢাকার মিরপুর এলাকায় পরিবার নিয়ে থাকা হয়। ভোট দেয়া আমার গণতান্ত্রিক অধিকার। ঢাকায় থাকা হয় কিন্তু শেকড় মুন্সীগঞ্জ। খেলাধুলা, বাড়ি, ছাত্র রাজনীতি সবকিছু এখানে। এবার ভোটটা খুব গুরুত্বপূর্ণ অন্যান্য বারের তুলনায়। তাই নিজ এলাকায় এসেছি প্রিয় প্রার্থীকে ভোট দেয়ার জন্য। আমেরিকা থেকে মুন্সীগঞ্জে এসেছেন মোঃ জিন্নাহ। তিনি জানিয়েছেন, আমেরিকা ব্যবসা বাণিজ্য থাকলেও এখানে ভোট দিতে এসেছি। আগে থেকেই প্রস্তুতি নিয়ে ছিলাম দেশে এসে ভোট দেয়ার জন্য। ভোটাধিকার প্রয়োগ করা আমরা গণতান্ত্রিক অধিকার। দেশের জন্য আমার একটি ভোট খুবই গুরুত্বপূর্ণ। মুন্সীগঞ্জ জেলার অনেক মানুষ বিদেশে অবস্থান করছেন, তারাও এসেছেন। বিদেশে অবস্থান করলেও দেশের প্রতি মায়া-ভালবাসার কোন কমতি নেই। জানা যায়, সকাল থেকেই শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রীদের বাড়তি চাপ পড়তে দেখা যায়। এছাড়া বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। এছাড়া ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে চলাচলকারী গাড়ির সংখ্যাও বেশি ছিল। নিজ নিজ এলাকায় এসেছেন প্রার্থীকে ভোট দেয়ার জন্য। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকাভিত্তিক কেন্দ্র কোথায় তা আগে ভাগেও জেনে নিয়েছি। সকাল বেলা ভোট দিয়েই বাসায় ফিরে আসব। বাসায় যারা বৃদ্ধা/বৃদ্ধ তাদের অগ্রাধিকার ভিত্তিতেই আগে ভোট দেয়ার বিধান আছে। তাই তাদের নিয়ে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। তবে শীতের সকালে ঘুম থেকে উঠে কেন্দ্রে যাওয়ার বিষয়ে অনেকেই অনীহা। শান্তিপূর্ণভাবে নিজের ভোট দেয়ার বিষয়কে সবাই প্রাধান্য দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, জেলা জুড়েই নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশেই ভোটাররা ভোট দিতে পারবেন। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করা হয়েছে। চেকপোস্ট, টহল ও ক্যাম্প বসিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। রিটার্নিং কর্মকর্তার সায়লা ফারজানা জানান, ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ। শান্তিপূর্ণভাবে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন বলে জানান তিনি।
×