ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে নিয়ে খেলছে নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৮:১৫, ২৯ ডিসেম্বর ২০১৮

 শ্রীলঙ্কাকে নিয়ে খেলছে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে নিয়ে রীতমতো খেলছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারীদের মাত্র ১০৪ রানে গুটিয়ে দেয়ার পর ৪ উইকেটে ৫৮৫ রানের পাহাড় গড়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউরা। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন টম লাথাম (১৭৬) ও হেনরি নিকোলস (১৬২*)। নিউজিল্যান্ডের হয়ে দ্রুতগতির হাফ সেঞ্চুরির রেকর্ডগড়া কলিন ডি গ্রান্ডহোম অপরাজিত থাকেন ৭১ রান করে। ইনিংসের সবাই ৪০ উর্ধ রানের ইনিংস খেলে ৬৫ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেছে কেন উইলিয়ামসনের দল। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ১৭৮। জয়ের জন্য ৬৬০ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তৃতীয়দিন শেষে ২৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। কার্যত ম্যাচ ও সিরিজ হারের শঙ্কায় দীনেশ চান্দিমালের দল। হ্যাগলি ওভালে শুক্রবার ২ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড ৪ উইকেটে ৫৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। আগেরদিন দ্রæত রান তোলা রস টেইলর এদিন বেশিক্ষণ টিকেননি। তার বিদায়ের পর ২১৪ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ছন্দে থাকা লাথাম ও নিকোলস। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানো লাথাম আশা জাগিয়েছিলেন এর পুনরাবৃত্তির। তবে এবার তাকে আগেই থামান দুশমন্থ চামিরা। লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বল বাঁহাতি ওপেনারের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে নিরোশান দিকওয়েলার গøাভসে। ১৭ চার ও এক ছক্কায় ৩৭০ বলে ১৭৬ রান করে ফিরে যান লাথাম। ক্রিজে এসেই শট খেলতে শুরু করেন কলিন ডি গ্র্যান্ডহোম। তার বিস্ফোরক ব্যাটিংয়ে দ্রæত এগোয় নিউজিল্যান্ড। নিকোলসের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ১৪.৩ ওভারে এই অলরাউন্ডার যোগ করেন ১২৪ রান। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া নিকোলসের ২২৫ বলে খেলা অপরাজিত ১৬২ রানের ইনিংস গড়া ১৬ চারে। ৪৫ বলে ৬ চার ও দু’ছক্কায় ৭১ রান করেন ডি গ্র্যান্ডহোম। ২৮ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি যা নিউজিল্যান্ডের হয়ে টেস্টে দ্রæততম। আগের সেরা রস টেইলরের (৩০ বলে)। আর এক ইনিংসে প্রথম ছয় ব্যাটসম্যানই ব্যক্তিগতভাবে কমপক্ষে ৪০ রান করে করায় ৬৫ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করে নিউজিল্যান্ড। যা তাদের ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার। এর আগে নিউজিল্যান্ড এমনটা করেছিল সেই ১৯৫৪ সালে, কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। স্কোর \ নিউজিল্যান্ড প্রথম ইনিংস \ ১৭৮/১০ (৫০ ওভার; র‌্যাভাল ৬, লাথাম ১০, উইলিয়ামসন ২, টেইলর ২৭, নিকোলস ১, ওয়াটলিং ৪৬, ডি গ্র্যান্ডহোম ১, সাউদি ৬৮, ওয়েগনার ০, প্যাটেল ২, বোল্ট ১*; লাকমল ৫/৫৪, কুমারা ৩/৪৯, পেরেরা ১/১৩) ও দ্বিতীয় ইনিংস \ ৫৮৫/৪ ডিক্লেঃ (১৫৩ ওভার; র‌্যাভাল ৭৪, উইলিয়ামসন ৪৮, লাথাম ১৭৬, টেইলর ৪০, নিকোলস ১৬২*, ডি গ্র্যান্ডহোম ৭১*; লাকমল ০/৯৬, কুমারা ২/১৩৪, চামিরা ১/১৪৭, পেরেরা ১/১৪৯, গুনাথিলাকা ০/৪৫, করুনারত্নে ০/৬)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস \ ১০৪/১০ (৪১ ওভার; ম্যাথুস ৩৩*, সিলভা ২১, ডিকভেলা ৪, পেরেরা ০, লাকমল ০, চামিরা ০, কুমারা ০; বোল্ট ৬/৩০, সাউদি ৩/৩৫, ডি গ্র্যান্ডহোম ১/১৯, ওয়েগনার ০/১০) ও দ্বিতীয় ইনিংস \ ২৪/২ (১৪ ওভার; গুনাথিলাকা ৪, করুনারতেœ ০, চান্দিমাল ১৪*, মেন্ডিস ৬*; বোল্ট ১/১১, সাউদি ১/১৩)। ** তৃতীয়দিন শেষে
×