ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যারা মানুষের ক্ষতি করে, তাদের দেশে থাকার প্রয়োজন নেই ॥ র‌্যাব ডিজি

প্রকাশিত: ০৪:২২, ২৯ ডিসেম্বর ২০১৮

 যারা মানুষের ক্ষতি করে, তাদের  দেশে থাকার প্রয়োজন নেই ॥  র‌্যাব ডিজি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ ডিসেম্বর ॥ অন্যায়ভাবে, বিনা কারণে কেউ কারও কোন ক্ষতি বা স্পর্শ করতে করতে পারবে না। যদি দেশের কোন সম্প্রদায়ের মানুষের কেউ ক্ষতি করার চেষ্টা করে তাদের হাত ভেঙ্গে দেয়া হবে। আর সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে সে বিষয়ে শতভাগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাব ফোর্সের মহাপরিচালক বেনজীর আহম্মেদ। শুক্রবার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়া গ্রামে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মটা শাহার বাড়ি র‌্যাব পুনর্নির্মাণ করে চাবি হস্তান্তর শেষে ধর্মীয় সম্প্রীতি শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মহাপরিচালক আরও বলেন, আমাদের দেশে যারা বিনা কারণে নিরীহ-নিরপরাধ মানুষের ক্ষতি করতে চায়, রক্তপাত করতে চায়, সম্পদ ধ্বংস করতে চায় তাদের এই দেশে থাকার প্রয়োজন নেই। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত’ মটা শাহের পাশে থাকার ঘোষণা দিয়ে মহাপরিচালক বলেন, কেউ ভয় পাবেন না। মটা শাহর সঙ্গে আছি আমরা। যারা তার সম্পদ ধ্বংস করেছে তাদের ছাড় দেয়া হবে না। র‌্যাব ডিজি বলেন, আপনারা স্বাধীন দেশের মানুষ। দেশের সংবিধান আপনাদের প্রত্যেককে সমান অধিকার দিয়েছে। সেই অধিকারে আপনারা নির্বিঘেœ-নির্ভয়ে, বিশ^াসের সঙ্গে, আস্থার সঙ্গে উপভোগ করবেন নিশ্চিন্তে ভোট প্রয়োগ করবেন। দিনাজপুর র‌্যাব ১৩-এর পরিচালক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাশ ভট্টাচার্য, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান সেলিম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো প্রমুখ। উল্লেখ্য, ২২ ডিসেম্বর রাতে মটা শাহার বাড়িতে অগ্নিসংযোগের কারণে তারা বসতবাড়ি ও সাতটি ছাগলসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। র‌্যাব এর নিজস্ব অর্থায়নে প্রায় চার লাখ টাকা ব্যয়ে মটা শাহার ঘরবাড়ি নির্মাণসহ ঘরের আসবাবপত্র ও হাড়িপাতিল এবং চাল-ডাল তেল সরবরাহ করে। মহাপরিচালক শুক্রবার নবনির্মিত সেই বাড়ির চাবি মটা শাহার হাতে তুলে দেন। পরে তিনি এলাকার চারশতাধিক শীতার্থের মাঝে কম্বল বিতরণ করেন।
×