ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেইমার-গার্ডিওলাকে ফের বার্সায় চান মেসি

প্রকাশিত: ০৬:৫১, ২৮ ডিসেম্বর ২০১৮

নেইমার-গার্ডিওলাকে ফের বার্সায় চান মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির ছায়ায় থাকার কারণেই নাকি বার্সিলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) গেছেন নেইমার। অথচ সেই ব্রাজিলিয়ান অধিনায়কের জন্যই এখনও মন কাঁদে আর্জেন্টাইন অধিনায়কের। তাইতো মেসি আশাবাদী, আবারও নেইমার একদিন বার্সিলোনায় ফিরবেন। শুধু তাই নয়, কোচ পেপ গার্ডিওলাকেও আরেকবার ন্যুক্যাম্পে দেখতে চান ক্ষুদে জাদুকর। ২০১৭ সালের আগস্টে বিশ্বরেকর্ড গড়া ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সিলোনা ছেড়ে প্যারিসের পরাশক্তি পিএসজিতে আসেন নেইমার। এর আগে বার্সায় চারটি সফল মৌসুম সম্পন্ন করেন ২৬ বছর বয়সী তারকা। লা লিগার দুটিসহ চ্যাম্পিয়ন্স লীগের একটি শিরোপও জয় করেছেন তিনি। তবে মেসির ছায়া থেকে বেরিয়ে আশার লক্ষ্যে অপ্রত্যাশিত দলবদল করেন নেইমার। যদিও ফের তিনি বার্সায় ফিরে আশার ইচ্ছে পোষণ করছেন বলে মনে করেন অনেকেই। তার ব্রাজিলীয় সতীর্থ আর্থার দিন দুই আগে বলেছেন, তিনি নেইমারের বার্সায় ফেরার জন্য প্রার্থনা করেছেন। একই রকম অভিমত মেসিরও। তবে তার মতে পিএসজি যদি নেইমারকে ছাড়তে সম্মত হয় তাহলেই কেবল সেটি সম্ভব। এক সাক্ষাতকারে বার্সার বর্তমান অধিনায়ক মেসি বলেন, আমি এর মধ্যে অবশ্য কিছুটা জটিলতা দেখছি। সে যদি ফিরে আসে তাহলে আমরা খুশি হব। আমরা ভাল বন্ধু। আমরা অনেকগুলো ভাল মুহূর্ত একত্রে কাটিয়েছি। যা অন্যরা কাটাতে পারেনি। অবশ্য প্যারিস ত্যাগ করার পরও তার এখানে ফেরার পথে কিছুটা জটিলতা থেকেই যাবে। পিএসজিও চাইবে না নেইমারকে ছেড়ে দিতে। পাঁচবারের ব্যালন ডি’অর ও ফিফাসেরা তারকা মেসি সাবেক কোচ পেপ গার্ডিওলার সঙ্গেও ভবিষ্যতে পুনর্মিলন চান। যদিও ম্যানচেস্টার সিটির প্রধান কোচের দায়িত্বে থাকা গার্ডিওলা বলেছিলেন, শুধু বার্সার বয়সভিত্তিক দলের দায়িত্ব নিয়েই ভবিষ্যতে বার্সায় ফেরার ইচ্ছা তার। এ প্রসঙ্গে মেসি বলেন, যদিও বিষয়টা সহজ হবে না, তারপরও আমি চাই গার্ডিওলার সঙ্গে কাজ করতে। তিনি বিশ্বের সেরা কোচদের একজন। যে কারণে আমি তাকে ফিরে পেতে চাই। তবে এটিও বলে দিচ্ছি যে, বিষয়টি খুব একটা সহজ হবে না। এদিকে আরেক সাক্ষাতকারে মেসি জানিয়েছেন, তিনি আগেই জানতেন এবার ব্যলন ডি’অর পাবেন না। এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসি। কিন্তু তখনই নাকি বুঝে গিয়েছিলেন, এবারের পুরস্কারটি তার হাতে উঠবে না। ৩১ বছর বয়সী বার্সা সুপারস্টার এ বিষয়ে বলেন, আমি ব্যালন ডি’অরে মনোনীতদের কথা যখন শুনি তখন থেকেই জানতাম, আমি এই লড়াইয়ে থাকব না। তবে কি মেসি ফুরিয়ে গেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে চলতি মৌসুমের দিকেই দৃষ্টি দিলেই যথেষ্ট। স্প্যানিশ লা লিগায় ১৫ ম্যাচে ১৫টি গোল করেছেন আর্জেন্টাইন তারকা। করেছেন ১০টি এ্যাসিস্টও। মেসি আবারও জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে সেরার লড়াইটা তিনি খুব উপভোগ করেন। এ বিষয়ে তিনি বলেন, রোনাল্ডোর সঙ্গে প্রতিযোগিতাটা খুবই স্বাস্থ্যকর এবং দর্শকদের জন্য এটা খুব সুন্দর একটা লড়াই।
×