ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেবে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ ডিসেম্বর ২০১৮

জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেবে ॥ খাদ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান সরকারেরও ধারাবাহিকতা দরকার। বিজয়ের এই মাসে দেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে, উন্নয়নের পক্ষে এবং অগ্রগতির পক্ষে তাদের রায় দেবে। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের ওয়াশপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ১০ বছর আগে দেশের জনগণ কেমন ছিল আর আজকে দেশের জনগণ কেমন আছে তা বিবেচনার ভার আপনাদের। দেশের প্রতিটি সেক্টরে আমরা উন্নতি করেছি। উন্নত দেশের নাগরিকরা যেসব সুযোগ-সুবিধা ভোগ করে, আমাদের ভবিষ্যত প্রজন্মও সে সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করবে। এমন একটি উন্নত দেশ আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে যেতে চাই। আমরা আর পেছনে ফিরে যেতে চাইনা, সামনের দিকে এগিয়ে যেতে চাই। উপস্থিত আলেম-ওলামাদের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণ আপনাদের শ্রদ্ধা করে এবং আপনাদের কথা মেনে চলার চেষ্টা করে। তাই সমাজকে পরিবর্তন করার জন্য আলেম-ওলামাগণ সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে।
×