ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মরিনহোকে পগবার কৃতজ্ঞতা

প্রকাশিত: ০৭:০৬, ২৭ ডিসেম্বর ২০১৮

মরিনহোকে পগবার কৃতজ্ঞতা

স্পোর্টস রিপোর্টার ॥ জোশে মরিনহোর সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক পল পগবার। সাম্প্রতিক সময়ে এটা ফুটবলপ্রেমী প্রায় সবারই জানা। মাঠে ও মাঠের বাইরে নানা বিষয় নিয়ে দু’জনের মধ্যে স্পষ্টত বিরোধ দেখা গেছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মরিনহো ছাঁটাই হওয়ার পর পগবার কণ্ঠে ভিন্ন সুর। কোচের সঙ্গে তার নাকি খারাপ সম্পর্ক ছিল না। বরং এ সময়ে ওর ব্যক্তিত্ব গঠনে দারুণ অবদান রেখেছেন স্পেশাল ওয়ান। এ জন্য গুরুকে ধন্যবাদ দিতেও কার্পণ্য করেননি তিনি। এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের ফরাসী সৈনিক বলেন, ‘জোশের অধীনে আমরা শিরোপা জিতেছি। এ জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। তার সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না। তিনি আমার ব্যক্তিত্ব গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছেন। ওর সাহচর্যে ব্যক্তি হিসেবে অনেক উন্নতি করেছি। যাহোক সেটা এখন অতীত, উনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু আমি না। দলের বাকি খেলোয়াড়রাও তার সংস্পর্শে ব্যক্তি হিসেবে দারুণ উন্নতি করেছে। আমাদের দৃষ্টি এখন পরের ম্যাচে। নতুন কোচ গানার সোলসজায়েরের কোচিংয়ে ভাল করতে চাই।’ ২০১৬ সালে রেড ডেভিলদের দায়িত্ব নেন মরিনহো। বড় আশা নিয়ে তাকে কোচ করেছিলেন তারা। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। তার অধীনে দিনের পর দিন ব্যর্থতার চরম শিখরে গিয়ে পৌঁছেছে ম্যানইউ। শেষ পর্যন্ত বরখাস্ত হয়ে এর খেসারত গুনতে হলো পর্তুগীজ কোচকে। মরিনহোর বরখাস্তের পর থেকেই চলছে নানা জল্পনা-কল্পনা। কে হচ্ছেন ক্লাবটির নতুন কোচ? বসে নেই গণমাধ্যমও। ব্রিটিশ গণমাধ্যম তো ইতোমধ্যেই বিভিন্ন কোচের নাম প্রকাশ করেছে, যারা ইউনাইটেডের কোচ হওয়ার লড়াইয়ে দৌড়-ঝাঁপ শুরু করে দিয়েছেন। এই তালিকায় রয়েছেন এক ডজন প্রার্থী। যার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন মাউরিসিও পোচেত্তিনো। যদিওবা খুব শীঘ্রই তাকে পাওয়ার ব্যাপারে সংশয় রয়েছে। তারপরও টটেনহ্যাম হটস্পারের এই আর্জেন্টাইন কোচের জন্য ম্যানইউ অপেক্ষা করবে বলেও গণমাধ্যমের দাবি। সাবেক রিয়াল মাদ্রিদের ফরাসী কিংবদন্তি জিনেদিন জিদানও বেশ এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে খুব অল্প সময়েই সাফল্যের চূড়ায় তুলে দেন তিনি। কিন্তু লস ব্যাঙ্কোসদের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়ে গত মৌসুমের শেষেই রিয়াল মাদ্রিদ ছেড়ে দেন জিদান। যে কারণে ফরাসী ফুটবলের জীবন্ত এই কিংবদন্তিকে পাওয়াটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য তুলনামূলকভাবে সহজ। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আর্সেন ওয়েঙ্গার, লরেন্ট ব্যাঙ্ক এমনকি কার্লোস কুইরোজের নামও রয়েছে রেড ডেভিলদের কোচ হওয়ার দৌড়ে। আর্সেনালে ক্যারিয়ারের পুরোটা সময় পার করে দেয়া আর্সেন ওয়েঙ্গার গত মৌসুমেই কোচের পদ থেকে সরে দাঁড়ান। তবে জানুয়ারিতে আবারও কোচিংয়ে ফেরার ঘোষণা দেন তিনি। যে কারণেই ওয়েঙ্গারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। এ্যান্টনিও কন্টে, সাবেক মোনাকোর কোচ লিওনার্ডো জার্ডিম এখন চাকরিবিহীন। তারাও চেষ্টা করছেন রেড ডেভিলদের কোচ হওয়ার দৌড়ে টিকে থাকার। এছাড়াও আলোচনার টেবিলে শুনা যাচ্ছে বোর্নমাউথের কোচ এড্ডি হোউই, এ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে এবং জুভেন্টাসের ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির নাম। তবে তাদের জন্য আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে ম্যানইউকে। ২০১৪ সালে ডেভিড মোয়েসকে বরখাস্ত করা হলে ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হয়েছিলেন রায়ান গিগস। ইংল্যান্ডের সাবেক এই তারকা ফুটবলার এখন ওয়েলসের কোচ। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন তিনিও। তবে গণমাধ্যমের খবরে শুনা যাচ্ছে, মরিনহো বরখাস্ত হওয়ার পরপরই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পাওয়া ওলে গানার সোলসজায়েরও হতে পারেন ইউনাইটেডের প্রধান কোচ।
×