ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে নৌবাহিনীর সদস্যসহ নিহত দুই

প্রকাশিত: ০৬:৫৫, ২৭ ডিসেম্বর ২০১৮

ধামরাইয়ে নৌবাহিনীর সদস্যসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ ডিসেম্বর ॥ ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নৌ-বাহিনীর এক সদস্যসহ দুজন নিহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী ও দুপুরে ইসলামপুরে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নৌ-বাহিনীর সদস্যের নাম নোমান (৩৫) জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি। নোমান নৌ-বাহিনীর সেইলর পদে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানা গেছে, এদিন সকালে বাথুলী বাসস্ট্যান্ড দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ক্যাভার্ড ভ্যান নোমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে, দুপুরে ইসলামপুরে বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়। পুলিশ জানায়, নিহতদ্বয়ের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নান্দাইলে দুই আরোহী সংবাদদাতা নান্দাইল ময়মনসিংহ থেকে জানান, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তপন মিয়া (১৪) ও শরীফ মিয়া (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চামটা এলাকার আতকাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত তপন নরসিংদী জেলার বেলাবো থানার চরবাঘাবের টেকপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র ও শরীফ বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেঠা গ্রামের মৃত আলম মিয়ার পুত্র। ওই দুইজন মোটরসাইকেলযোগে ময়মনসিংহ থেকে নিজ বাড়ি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথে ওই স্থানে পেছন দিক থেকে আসা একটি মালাবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহত তপনের পিতা জাহাঙ্গীর আলম জানান, তিনি ময়মনসিংহ শহরের গাঙিনাপাড় এলাকায় একটি স্কুল ব্যাগের ব্যবসা করেন। সেখানেই একমাত্র ছেলে তপনকে নিয়ে বসবাস করেন। বুধবার সকালে তিনি নির্বাচন উপলক্ষে ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে ছিলেন তিনিসহ আরেক ব্যবসায়ী। আর অন্য মোটরসাইকেলে ছিলেন ছেলেসহ শরীফ মিয়া নামে আরেকজন। এই অবস্থায় নান্দাইলের ওই স্থানে আসতেই তার সামনে থাকা ছেলের মোটরসাইকেলটিকে একটি ট্রাক চাপা দেয়। এই দৃশ্য দেখতে দেখতে তিনি ছেলের ছিন্নভিন্ন লাশের কাছে এসে থামেন। এ সময় মোটরসাইকেল চালক শরীফও নিহত হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নওগাঁয় ভ্যানচালক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বুধবার বিকেলে ধামইরহাটে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত হয়েছে। ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর নূরানী মাদ্রাসা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার আড়ানগর ইউনিয়নের চকপ্রসাদ গ্রামের ময়েন উদ্দিনের ছেলে জিয়া হোসেন (৩১) ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ভ্যানটি দুমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ভ্যানচালক জিয়া মারা যায়। গাজীপুরে দুই স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের এক হেলপারসহ দুজন নিহত ও একজন আহত হয়েছে। ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করেছে। জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বুধবার সকালে ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার মোশাররফ হোসেন (২৪) নিহত ও চালক মোঃ মিঠুন আহত হয়েছে। একইদিন শ্রীপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী এক কারখানা শ্রমিক নিহত হয়েছে। তার নাম পল্লব খান (৩০)। সে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আমুদী গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে।
×