ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মারুফ আখতার

নতুন দিনে নতুন প্রত্যাশা

প্রকাশিত: ০৬:১১, ২৭ ডিসেম্বর ২০১৮

নতুন দিনে নতুন প্রত্যাশা

প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বিদায়ের পথে নির্বাচনের বছর ২০১৮। বছর জুড়েই ছিল স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন। স্বাধীনতার পক্ষের শক্তি তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে বিজয় দিয়েই দিবায় জানাবে ২০১৮। তরুণ সমাজ/নতুন প্রজন্ম একবুক প্রত্যাশা নিয়ে বিজয়ের মাসে আর একটি বিজয়কে স্বাগত জানাবে নতুন বছরে। ২০১৮-তে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র দৃশ্যমান হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানে সফলতা এসেছে। প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে। নারীরা ক্রীড়ায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মহাকাশে ‘বঙ্গবন্ধু’ স্যাটেলাইট বাংলাদেশের ঠিকানা খুঁজে পেয়েছে। মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্ব পরিম-লে ঠাঁই করে নিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রকাশিত গ্লোবাল জেন্ডার, গ্যাপ ইনডেক্স ‘১৮-তে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে। সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে নারীর ক্ষমতায়নে। নারীর ক্ষমতায়নে উপসূচকে বিশ্বে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে অবস্থান করে নিয়েছে বাংলাদেশ। শিক্ষাখাতে নারী-পুরুষের ব্যবধান কমে এসেছে। নারীর ক্ষমতায়নে বিদ্রোহী কবির উক্তি (বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর) যুগ যুগ পরেও সময়ের উপযোগী বলে প্রমাণিত। ২০১৮-তে আমরা হারিয়েছি অনেক বরেণ্য ব্যক্তিদের। কোটা আন্দোলন নিরাপদ সড়ক দাবিতে ঘটেছে ন্যক্কারজনক ঘটনা। সড়ক দুর্ঘটনার রেকর্ড সৃষ্টি হয়েছে ২০১৮তে। আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা/সমালোচনার ঝড় তুলেছে সাংবাদিক জামাল খাশোগির নির্মম হত্যাকা-। ২০১৯ নতুন প্রজন্মের, তরুণ সমাজের। তরুণ সমাজই স্বাধীনতার পক্ষে সৎসাহস, মেধা, কর্ম, সততা, দক্ষতা, সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে ব্রতী হবে এ প্রত্যাশা সকল নাগরিকদের। প্রমাণিত করবে আমরাও পারি। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু পরিবারের সদস্য, শিক্ষক, মক্তিযুদ্ধের বই পড়ে অথবা গল্প শুনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছে। জানা থেকে শিক্ষা গ্রহণ করে দিন বদলের প্রত্যয়ে সমৃদ্ধিশালী দেশ, সমাজ গঠনে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রত্যাশা ২০১৮-এর নির্বাচনের বিজয়ের পরিপূর্ণতা আসবে ২০১৯-এ নতুন বছরে। রাজনৈতিক দলের লম্বা লম্বা ইশতেহারে তরুণ সমাজকে যে প্রতিশ্রুতি উপহার দিচ্ছে মূলত তার প্রতিফলন ঘটবে নতুন বছরে। নতুন প্রজন্মে কোন দলের ইশতেহারকে (মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে) প্রাধান্য দিবে জাতি তার অপেক্ষায় আছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আত্মমর্যাদাসম্পন্ন সৎ, আদর্শবান, গণমুখী রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে ২০১৯-এর সংসদ প্রাণবন্ত হবে এটাই কাম্য সকলের। পঞ্চগড় থেকে
×