ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নির্মাণে তিন শতক জমি দান করলেন দরিদ্র কৃষক

প্রকাশিত: ০৫:৫১, ২৭ ডিসেম্বর ২০১৮

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নির্মাণে তিন শতক জমি দান করলেন দরিদ্র কৃষক

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ ডিসেম্বর ॥ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম রফিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর উত্তরবঙ্গ মঙ্গামুক্ত করে ব্যাপক উন্নয়ন সাধন করেন। এজন্য বঙ্গবন্ধু ভক্ত রফিকুল ইসলাম রফিক সাঘাটা উপজেলায় বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর নির্মাণ করা প্রয়োজন বলে মনে করেন। তাই স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য তার কষ্টার্জিত ১৯ শতক জমির মধ্যে ২০১৫ সালে ৩ শতক জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রেজিস্ট্রি দলিল করে দেন। বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষক রফিকুল ইসলাম রফিকের পক্ষে এসব তথ্য উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেন। এর ফলে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এই উন্নয়ন কর্মকাণ্ডের ফলে অসংখ্য দরিদ্র মানুষ সুখের মুখ দেখেছেন। যার ফলে দরিদ্র কৃষক রফিকুল ইসলাম রফিকও পরিশ্রম করে ১৯ শতক জমি ক্রয় করতে সক্ষম হন।
×