ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লড়াইটা দুই কোচ টিটু-অস্কারেরও...

প্রকাশিত: ০৬:৩৮, ২৬ ডিসেম্বর ২০১৮

লড়াইটা দুই কোচ টিটু-অস্কারেরও...

স্পোর্টস রিপোর্টার ॥ সেবার দল দুটি মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। এবারও মুখোমুখি হচ্ছে। তবে এবার ফাইনালে। গত নবেম্বরে মৌসুম-সূচক ফুটবল আসর ফেডারেশন কাপের সেমিতে দেখা হয়েছিল শেখ রাসেল-বসুন্ধরা কিংসের। সেখানে বসুন্ধরার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্রকে। এবার স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে ওই ম্যাচে হারের বদলা নেয়ার সুযোগ পাচ্ছে রাসেল। ফেডারেশন কাপের সেমির ওই ম্যাচে বসুন্ধরা-রাসেলের যারা কোচ ছিলেন, এবার স্বাধীনতা কাপের ফাইনালেও আছেন তারাই। রাসেলের সাইফুল বারী টিটু এবং বসুন্ধরার স্প্যানিশ অস্কার ব্রুজোন। টিটু এর আগে মোহামেডান, শেখ জামাল, আরামবাগ, চট্টগ্রাম আবাহনী ও সর্বশেষ ঢাকা আবাহনীর কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় দলের হয়েও কোচের দায়িত্ব পালন করেছেন। শেখ জামালের হয়ে নেপালের পোখারা কাপ চ্যাম্পিয়ন, মোহামেডানের হয়ে সুপার কাপসহ অন্য দলে ফেডারেশন কাপের শিরোপা জেতার অভিজ্ঞতাও আছে তার। আজ অনুষ্ঠেয় ফাইনালে বসুন্ধরাকে হারিয়ে প্রতিশোধ নেবার সুযোগটাকে কিভাবে কাজে লাগাতে চান? টিটুর উত্তর, ‘স্পোর্টস এ প্রতিশোধ শব্দটা থাকা উচিত নয়। আশাকরি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ হবে। যেখানে জয়ের লক্ষ্যেই খেলতে নামব আমরা। আমাদের দলে সোহেল রানা ছাড়া আর কোন ইনজুরি নেই। জয়ের ব্যাপারে দলের সবাই আত্মবিশ্বাসী।’ তিনি আরও যোগ করেন, ‘বসুন্ধরার যেমন কলিন্ড্রেস, মার্কোসের মতো স্কোরার রয়েছে, তেমনি আমাদেরও জাতীয় দলের গোলরক্ষক রানা আছে। ফাইনাল জেতার মূল মন্ত্র উঁচু স্তরের মনোযোগ। ফাইনাল জেতার পর কি হবে না হবে সেটা চিন্তা না করে ছেলেদের বলেছিÑ আর দশটা ম্যাচের মতো এই ম্যাচটাতে জিতে মিশনটা পূর্ণ করতে হবে।’ নির্ধারিত সময়ে ফল নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। এ প্রসঙ্গে টিটুর ভাষ্য, ‘আমরা আমাদের প্রথম ট্রফিটা জয়ের জন্য ফাইনালে খেলব। এখন আমাদের একমাত্র ফোকাস ফাইনাল ম্যাচটা। ছেলেদের মধ্যে জয়ের মানসিকতা আছে। প্রত্যাশা ৯০ মিনিটের মধ্যেই ম্যাচের ফলাফল হবে। তা না হলেও সমস্যা নেই। টাইব্রেকারের জন্যও আমরা প্রস্তত আছি। আমরা চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্টটা শেষ করতে চাই।’ প্রতিপক্ষ নিয়ে টিটুর মূল্যায়ন, ‘অবশ্যই আমরা বসুন্ধরাকে সমীহ করি। কারণ তারা অনেক আক্রমণাত্মক ও শক্তিশালী। তাদের কোচ অস্কারকে আগে থেকেই চিনি। মাল™^ীপে নিউ রেডিয়েন্টে যখন ছিল তখন থেকেই। বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন। এর আগে কোচ হিসেবে অন্য বিভিন্ন দলের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন। একটি ভারতের গোয়া স্পোর্টিং ক্লাবের হয়ে (২০১৩ সালে লীগ), চারটি মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের হয়ে (২০১৭ সালে প্রিমিয়ার লীগ, এফএ কাপ, প্রেসিডেন্ট কাপ ও ২০১৮ সালে এফএ চ্যারিটি শিল্ড)। ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘আমি এবং আমার খেলোয়াড়রা কোন চাপ অনুভব করছি না। বুধবার ক্রিসমাস ডে এবং এটাকে উৎসবের দিন ভাবছি। আর ফাইনাল জিতে আমি এই উৎসব করতে চাই। কারণ আমরা একটি ফাইনাল হেরে এসেছি।’ ম্যাচ টাইব্রেকারে গড়ালে? ‘কোয়ার্টারে ও সেমিতে আমরা টাইব্রেকারে জিতেছি। জেতার পর খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসও বেড়ে গেছে। অনেকে বলেছে যে আমরা ভাগ্যগুণে ফাইনালে উঠেছি। আমি তা মানছি না। পরিকল্পনা, হার্ডওয়ার্ক এবং পারফর্মেন্সের কারণেই আমরা এই জায়গায়। খেলোয়াড়দের ওপর আমার আস্থা। তারা কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করেছে। আশাকরি ৯০ মিনিটের মধ্যেই আমরা জিততে পারব। তবে জানি প্রতিপক্ষও অনেক শক্তিশালী।
×