ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনী সহিংসতা

নৌকার ক্যাম্পে বোমা অগ্নিসংযোগ ॥ হামলায় মাথা ফেটেছে গয়েশ্বরের

প্রকাশিত: ০৬:০১, ২৬ ডিসেম্বর ২০১৮

নৌকার ক্যাম্পে বোমা অগ্নিসংযোগ ॥ হামলায় মাথা ফেটেছে গয়েশ্বরের

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী হাঙ্গামা অব্যাহত রয়েছে। অধিকাংশ এলাকায় আক্রান্ত হচ্ছেন আওয়ামী লীগ দলীয় এবং নৌকা মার্কার প্রার্থীরা। কোন কোন এলাকায় প্রার্থীর প্রচার ক্যাম্পে বোমা হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর হামলা-পাল্টাহামলার ঘটনা তো রয়েছেই। এসব সহিংস ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড়শ’ নেতাকর্মী ও সমর্থক। এছাড়া পাবনায় নির্বাচনী পোস্টার ছিঁড়তে গিয়ে নিহত হয়েছেন এক যুবক। এদিকে কেরানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মাথা ফেটে গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে ধানের শীষ প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো। জানা গেছে, বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার উত্তর শরিকল এলাকায় সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করেছেন বিএনপির সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সন্ধ্যার পরে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনের সরিকলের বাড়ি থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা উত্তর শরিকল এলাকায় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করেন। কেরানীগঞ্জ ॥ ঢাকা-৩ আসনে বিএনপির গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের শুভাঢ্যা বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। হামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের মাথা ফেটে গেছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মঙ্গলবার সন্ধ্যায় গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা বেগুনবাড়ি এলাকায় নির্বাচনী গণসংযোগ করছিলেন। পরিচর্যা ক্লিনিকের সামনে পৌঁছলে শতাধিক লোক লাঠিসোটা হাতে জয় বাংলা ¯েøাগান দিয়ে বিএনপি নেতাকর্মীর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। অনেকে দৌড়ে নিরাপদে চলে যান। গয়েশ্বর চন্দ্র রায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে আত্মরক্ষা করেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ-৩ আসনের মহাজোট প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় ১০টি মোটরসাইকেল ও কার্যালয়ের চেয়ার, টেবিল, গøাস ভাংচুর করা হয়। এ সময় গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান। সীতাকুণ্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডের নৌকা প্রতীকের গণসংযোগে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সাহেদসহ ১০ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভাটিয়ারীর মাদাম বিবিরহাটের জাহানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা ॥ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা ওভার ব্রিজের পাশে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে মঙ্গলবার বিকেলে পৌর এলাকার বাসস্ট্যান্ডে সাংবাদিক নেতা, পুলিশসহ উভয় পক্ষের অন্তত একশ’ জন আহত হয়েছে। ভাঙ্গুড়া, পাবনা ॥ পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমণিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে রাস্তার ওপর ঝুলিয়ে রাখা ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়তে গিয়ে আওয়ামী লীগের কর্মী আব্দুল মতিনের (৩৫) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত ইয়াছিন খাঁর ছেলে। গ্রামবাসী জানায় গত শনিবার কতিপয় ব্যক্তি নৌকার পোস্টার ছিঁড়ে ফেলে। নীলফামারী ॥ জেলা সদরে রামনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া মোটর বাজারে সোমবার গভীর রাতে নৌকা প্রতীকের প্রার্থী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। কেশবপুর, যশোর ॥ গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে। সোমবার রাতে দুর্বৃত্তরা সন্যাসগাছা ভাটার মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়টি ভাংচুর করে তছনছ করে রেখে গেছে। এর আগে গৌরীঘোনার কাঠালতলা এলাকায় আওয়ামী লীগ কর্মীরা গণসংযোগ কালে বিএনপি কর্মীরা ককটেল নিক্ষেপ করে বলে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান জানান। রাজশাহী ॥ গোদাগাড়ীতে উপজেলা বিএনপির সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে ধানের শীষের প্রচার শেষে বাড়ি ফেরার পথে তাদের গ্রেফতার করা হয়। নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র আব্দুর রাজ্জাক খান। ঠাকুরগাঁও ॥ নাশকতার আশঙ্কায় ঠাকুরগাঁওয়ে বিএনপির সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পুলিশ তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ৫ জনকে, ডিবি পুলিশ ২ জনকে, রানীশংকৈল থানা পুলিশ একজনকে এবং হরিপুর থানা পুলিশ ২ জনকে আটক করেছে। সান্তাহার, বগুড়া ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণার অস্থায়ী ২ অফিস পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। শেরপুর ॥ শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের কন্যা ডাঃ শারমিন রহমান অমি এবং বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকার গাড়িবহরে হামলা-ভাংচুরের ঘটনায় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জ-২ আসনে (পাকুন্দিয়া-কটিয়াদী) নির্বাচনী প্রচারের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ফটিকছড়ি ॥ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী আলহাজ সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী তার নির্বাচনী প্রচার চালাতে গিয়ে মঙ্গলবার অপরাহ্ন আড়াইটার সময় হামলার শিকার হন। পটিয়া ॥ পটিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জেবল হোসেন (৪৫), জসিম উদ্দিন (৪৫), মোঃ মিয়া (৫৫) পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট ॥ গোলাপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপি নেতারা বলছেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ধাওয়া দেন। জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরীর সভা চলছিল। ওই এলাকায় পুলিশ নিয়ে টহলে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী। সভার কারণে বাজারের সড়ক বন্ধ হওয়ার উপক্রম দেখে ম্যাজিস্ট্রেট সুমন্ত সড়ক থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন। তখন পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে ইটের আঘাতে সুমন্ত ব্যানার্জীর মাথা ফেটে যায়। এ সময় সুমন্ত ব্যানার্জী পার্শ্ববর্তী একটি দোকানে এবং সঙ্গে থাকা তিন পুলিশ সদস্য আরেকটি দোকানে অবস্থান নেন। ওই দোকান দুটিতেও বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল দিয়ে হামলা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, এসিল্যান্ড সুমন্ত ব্যানার্জী বর্তমানে ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
×