ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশায় বুক বাঁধছেন জোহানা কন্টা

প্রকাশিত: ০৭:০৩, ২৫ ডিসেম্বর ২০১৮

আশায় বুক বাঁধছেন জোহানা কন্টা

জিএম মোস্তফা ॥ গ্রেট ব্রিটেনের শীর্ষ তারকা জোহানা কন্টা। বিশ্ব টেনিসেও গত কয়েক মৌসুম ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার, এখন পর্যন্ত মেজর কোন শিরোপা জয়ের স্বাদ পাননি গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। তবে নতুন বছরে নতুন করে স্বপ্ন বুনছেন জোহানা কন্টা। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জ্বলে উঠতে চান তিনি। বিশেষ করে প্রাক-মৌসুমে ভাল করার সৌজন্যেই ২০১৯ সালে নিজেকে মেলে ধরতে পারবেন বলে মনে করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক চার নম্বর এই তারকা। এ বিষয়ে জোহানা কন্টা বলেন, ‘আমি নিশ্চিতভাবেই অনুধাবন করতে পারছি যে, প্রাক মৌসুম পর্বটা দুর্দান্ত কেটেছে আমার। যে কারণেই ২০১৯ সালে সর্বোপরি ভাল করার ব্যাপারে আমার আত্মবিশ্বাসটা অনেক বেশি।’ ২০১৫ সালের জুনে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৪৬ নম্বরে ছিলেন জোহানা কন্টা। কিন্তু ২০১৭ সালের জুলাইয়ে র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ ৪ নম্বরে ওঠে এসেছিলেন তিনি। ২০১৬ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছিলেন তিনি। এর পরের বছর উইম্বলডনের শেষ চারে জায়গা করে নিয়েছিলেন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। কিন্তু দুবারই সেমিফাইনালের বাধা পেরুতে ব্যর্থ হন কন্টা। একটা সময় টেনিসপ্রেমীদের মনে দাগ কেটেছিল ব্রিটিশ এই টেনিস তারকার পারফর্মেন্স। টেনিসবোদ্ধাদের ধারণা ছিল, টেনিস বিশ্বে আলো ছড়াবেন তিনি। কিন্তু গত ১৮ মাসের পারফর্মেন্সে রীতিমতো হতাশ তার ভক্ত-অনুরাগীরা। এই সময়ে একটিমাত্র টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন তিনি। নাটিংহ্যামে গত গ্রীষ্মের সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টির কাছে হেরে যান কন্টা। গত দেড় বছরে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে তার পারফর্মেন্সের অবস্থা তো আরও করুণ! ১৮ মাসে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচ জয়ের দেখা পেয়েছেন তিনি। তারপরও কন্টার দৃঢ় বিশ্বাস নতুন বছরে নিজেকে মেলে ধরতে পারবেন। কন্টা তার অল্প সময়ের ক্যারিয়ারে তিনটি ডব্লিউটিএ শিরোপা জিতেছেন। যার মধ্যে সবচেয়ে বড় অর্জন মিয়ামি ওপেন জয়। ২০১৭ সালের এপ্রিলে প্রথম ব্রিটিশ নারী টেনিস খেলোয়াড় হিসেবে মিয়ামি ওপেন জিতে নতুন ইতিহাস গড়েছিলেন কন্টা। কিন্তু সেই সময় জানিয়েছিলেন এতেই সন্তুষ্ট নন তিনি। ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে মিয়ামি ওপেন জয়ের পরই তিনি ঘোষণা দিয়েছিলেন, বিশ্বের এক নাম্বার খেলোয়াড় হতে চান। সেই সময়েই ব্রিটিশ এই তারকার বিশ্বাস ছিল, নিজেকে আরও অনেক উন্নতি করার ক্ষমতা আছে তার। তিনি বলেছিলেন, ‘ছেলেবেলা থেকে এই বিশ্বাস ছিল আমার। আমি বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাই। সেখানে পৌঁছাতে আমাকে অনেক কাজ করতে হবে।’ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে কন্টার অবস্থান ৩৭। নতুন মৌসুম শুরু করবেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়ে। বিশ্ব টেনিসের শীর্ষ সারির অনেক খেলোয়াড়ই অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। ব্রিসবেনের পর সিডনি ইন্টার ন্যাশনাল টেনিস টুর্নামেন্টের মিশন শুরু করবেন তিনি। নতুন মৌসুমের শুরুতেই এই গুরুত্বপূর্ণ দুটি টেনিস টুর্নামেন্টে কন্টা ভাল করবেন, এমনটা বিশ্বাস করছেন তার ভক্ত-অনুরাগীরাও। কেননা, এরপরই যে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন! ব্রিসবেন-সিডনিতে ভাল করতে পারলে স্বাভাবিকভাবেই মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে ফেবারিটের তকমাটা গায়ে মেখে কোর্টে নামতে পারবেন জোহানা কন্টা। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। গত মৌসুমে এই টুর্নামেন্ট দিয়েই ক্যারিয়ারের প্রথম মেজর কোন টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। ড্যানিশ টেনিস তারকার সামনে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। কেননা, ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের পর আর কোন টুর্নামেন্টে যে নিজেকে মেলে ধরতে পারেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই এক নম্বর খেলোয়াড়।
×