ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও ধানের শীষে

প্রকাশিত: ০৮:১২, ২৪ ডিসেম্বর ২০১৮

 গাইবান্ধা-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও  ধানের শীষে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ ডিসেম্বর ॥ আসন্ন সংসদ নির্বাচনে সদর উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-২ (সদর) আসনে জমে উঠেছে ভোটের লড়াই। এ আসনটিতে এবার মোট ৬ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তবে হাড্ডা হাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী মাহাবুব আরা বেগম এবং বিএনপি (ধানের শীষ) প্রার্থী আব্দুর রশিদ সরকারের মধ্যে। দিন নেই, রাত নেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দোর গোড়ায়। দোয়া চাইছেন, উন্নয়নের প্রতিশ্রæতি দিচ্ছেন তারা। আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মাহাবুব আরা বেগম বর্তমানে জাতীয় সংসদের হুইপ। তিনি পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মহাজোট থেকে প্রতিদ্ব›িদ্বতা করে তিনি ১ লাখ ৬৬ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি জেলায় প্রথম মহিলা সংসদ সদস্য যিনি সরাসরি ভোটের মাধ্যমে প্রতিদ্ব›িদ্বতা করে বিজয়ী হন। ২০১৪ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বদ্বীতার মাঝে নির্বাচিত হন। পরপর দুবার নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছেন। এবারেও নির্বাচিত হওয়ার লক্ষে মাঠে ময়দানে জনসংযোগে ব্যস্ত। তিনি ভোটারদের কাছে তার অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়নে সুযোগ দেয়ার আহŸান জানান। অপরদিকে ঐক্যফ্রন্ট প্রার্থী আব্দুর রশিদ সরকার জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে সদ্য বিএনপিতে যোগদান করে দলীয় মনোনয়ন পান। প্রথমে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় স্থানীয়ভাবে দলের একাংশ তাকে মেনে নিতে পারেননি। কারণ তাদের নিজস্ব প্রার্থী ছিল। কিন্তু ক্রমেই আব্দুর রশিদ সরকার দলের সকলের প্রার্থীতে পরিণত হন। দলে বিভেদ দূর করে সবাই এক প্লাটফরমে এসে রশিদকে জয়ী করতে একসঙ্গে কাজ করছে এখন। আব্দুর রশিদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ১৯৯১ এবং ১৯৯৬ সালের নির্বাচনে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য হিসেবে সে সময় বেশকিছু উন্নয়ন কাজ করেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং জেলা কমিটির সভাপতি ছিলেন। এই দুই প্রধান প্রার্থী এখন গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দুজনেই এলাকার উন্নয়নে কাজ করবেন বলে ভোটারদের প্রতিশ্রæতি দিচ্ছেন। নির্বাচন পর্যবেক্ষকদের ধারণা এই দুই প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই হবে।
×