ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাশকতার অভিযোগে বিএনপি নেতাসহ দু’জন রিমান্ডে

প্রকাশিত: ০৭:৩৮, ২৪ ডিসেম্বর ২০১৮

 নাশকতার অভিযোগে বিএনপি নেতাসহ দু’জন রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্টনে নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ দু’জনকে একদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার অপর আসামি পরশ তালুকদার। এর আগে গত ১৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার (উপ-পরিদর্শক) রেজাউল করিম বাবুল ও পরশ তালুকদারকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। পরে শুনানির সময় মামলায় মূল নথি না থাকায় আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করে। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ ফেব্রæয়ারি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়। রায়ের প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে মামলার আসামিসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দেন। এছাড়া গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টন মডেল থানাধীন বিজয়নগর পানির ট্যাংকির সামনের রাস্তায় বেরিকেড দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা প্রশাসনের কোন প্রকার অনুমতি না নিয়ে হঠাৎ মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। আসামিরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহন চলাচল বন্ধ করে মিছিল করেন। টহলরত পুলিশ মিছিলকারীদের শান্ত করার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেলসহ ককটেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
×