ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাবনায় নৌকার ক্যাম্পে, ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর ওপর হামলা

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ ডিসেম্বর ২০১৮

 পাবনায় নৌকার ক্যাম্পে, ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর ওপর হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ পাবনার ভাঙ্গুরায় নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে পৌর আওয়ামী লীগের তিন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিএনপির দুই নেতাকে আটক করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির প্রার্থীর গণসংযোগে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ধানের শীষের প্রার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার ও রবিবার এসব হামলার ঘটনা ঘটে। খবর নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার পাঠানো। শনিবার রাতে ভাঙ্গুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নৌকার নির্বাচনী ক্যাম্পে বিএনপির সমর্থকরা হামলা করে। এতে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারক রানাসহ তিনজন আহত হন। জানা যায়, শনিবার রাত দশটায় ওই নির্বাচনী ক্যাম্পে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মিটিং করছিলেন। এসময় দুটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। তখন ভয়ে নেতা-কর্মীরা এদিক-সেদিক দৌঁড়ে পালায়। পরে দুর্বৃত্তরা ক্যাম্পের পোস্টার ও কাপড়ের তৈরি নৌকা প্রতীক ছিঁড়ে ফেলে এবং আসবাবপত্র ভাংচুর করে চলে যায়। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় রবিবার একটি মামলা হয়েছে। পুলিশ হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম (৪৫) এবং থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খোকনকে (৩৫) গ্রেফতার করেছে। ফটিকছড়ি ॥ চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ তকিরহাটে রবিবার দুপুরে গণসংযোগকালে দুর্বৃত্তের হামলায় প্রার্থী কর্নেল (অব) আজিম উল্লাহ বাহার, তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রতিবাদে বিএনপির কর্মী সমর্থকরা নৌকা প্রতীকের প্রচারের একটি মাইক ও সিএনজি অটোরিক্সা এবং আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। আহতদের নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আমিন তালুকদার (৩২), মুহাম্মদ সোহেল (২১), মোর্শেদ (৩০), আহমদ রশীদ চৌধুরী (৪৮), সাইফুল ইসলাম (২৯), আজম খান (৪২), শহিদুল আজম (৪৩), সাইফুল হায়দার রাসেল (৩০), এনাম হোসেন (৩৪), গিয়াস উদ্দীন (৩৩) রায়হান (১৮) ও মুন্না (২৫)। ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে নাজিরহাট বাজারে প্রতিবাদসভা করে। প্রতিবাদ মিছিলটি ঝংকার এলাকায় গিয়ে নৌকা প্রতীকের প্রচারের একটি অটোরিক্সায় হামলা করে অটোরিক্সা ও মাইক ভাংচুর করে।
×