ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান

প্রকাশিত: ০৬:৪১, ২৪ ডিসেম্বর ২০১৮

  জনকণ্ঠে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান

দৈনিক জনকণ্ঠের সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। রবিবার দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক, নির্বাহী সম্পাদক, ডিইউজে সভাপতি ও ডিইউজের সাধারণ সম্পাদকের মধ্যস্থতায় এক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির তিনটি পক্ষ হলো- জনকণ্ঠ সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও জনকণ্ঠ ইউনিট। চুক্তি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর দুই মাসের বকেয়া বেতন, আগামী ১০ জানুয়ারি ২০১৯ এক মাসের নিয়মিত বেতন ও এক মাসের বকেয়া বেতন দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমুদয় বকেয়া পরিশোধের অঙ্গীকার করা হয়। এসব সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। -বিজ্ঞপ্তি
×