ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

প্রকাশিত: ০৫:৫২, ২২ ডিসেম্বর ২০১৮

 নির্বাচনী পরিবেশ  পর্যবেক্ষণ  করছে  জাতিসংঘ

জনকণ্ঠ ডেস্ক ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি দুজারিক বৃহস্পতিবার নিউইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। -খবর ওয়েবসাইটের ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে মুখপাত্র স্টিফেন দুজারিক আরও জানান, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ওই ভোট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কী পরিস্থিতি বিদ্যমান তা নিয়ে ব্রিফিংয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। ওই প্রশ্নের উত্তর দেন স্টিফেন দুজারিক। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে; এর পরিস্থিতিতে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের অবাধ ও সুষ্ঠুভাবে চলাচলের ব্যবস্থার কথাও বলেন তিনি।
×