ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেয়ার্ন মিউনিখের কষ্টার্জিত জয়

প্রকাশিত: ০৬:৩৬, ২১ ডিসেম্বর ২০১৮

 বেয়ার্ন মিউনিখের কষ্টার্জিত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বেয়ার্ন মিউনিখ। বুধবার লিপজিগের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে বেয়ার্ন মিউনিখ এদিন ১-০ গোলে পরাজিত করেছে আরবি লিপজিগকে। এই জয়ের ফলে শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধানটাকেও কমিয়ে নিয়ে এসেছে বেয়ার্ন। ২০১৮-১৯ মৌসুমের শুরু থেকেই উড়ছিল বেয়ার্ন মিউনিখের নগর প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। মৌসুমের প্রথম ১৫ ম্যাচে অপরাজিত থাকে তারা। কিন্তু ১৬ নম্বর ম্যাচে এসেই প্রথম হারের স্বাদ পায় বরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার ফরচুনা ডাসেলডর্ফের কাছে ২-১ গোলে লজ্জাজনকভাবে হার মানে বরুশিয়া ডর্টমুন্ড। এই জয়ের পরও শীর্ষস্থান ধরে রাখে তারা। তবে ডর্টমুন্ড হারায় বুধবার লীগ টেবিলের পয়েন্ট ব্যবধানটাকে কমানোর সুযোগ পায় বেয়ার্ন মিউনিখ। তবে লিপজিগও বেয়ার্নের মাঠে স্বাগতিকদের দুর্দান্তভাবে রুখে দেয়। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত তো স্বাগতিকদের কোন গোল করারই সুযোগ দেয়নি তারা। অবশেষে ৮৩ মিনিটে এসে লিপজিগের রক্ষণ দেয়াল ভাঙ্গতে সক্ষম হয় বর্তমান চ্যাম্পিয়নরা। গোল করে দলকে প্রথম এগিয়ে দেন ফ্রাঙ্ক রিবেরি। চলতি মৌসুমে বেয়ার্ন মিউনিখের জার্সিতে ফরাসী তারকার এটা মাত্র তৃতীয় গোল। এর পরের সময়টাতে অবশ্য আর কোন দল গোলের দেখা পায়নি। তবে অতিরিক্ত সময়ে দুই দলের দুই খেলোয়াড় লালকার্ড দেখে মাঠ ছাড়ে। এই ম্যাচে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া বেয়ার্ন মিউনিখের সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ১৬ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি বরুশিয়া ডর্টমুন্ড। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বেয়ার্নের পয়েন্ট ব্যবধানটা এখন ছয় পয়েন্টের। জার্মান বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে অবস্থান মনশেনগ্লাডবাখের। সমান ম্যাচ থেকে পয়েন্ট সমান ৩৩ নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় বেয়ার্নের চেয়ে এগিয়ে রয়েছে মনশেনগ্লাডবাখ। বুধবার জার্মান বুন্দেসলিগার অন্য ম্যাচে জয়ের দেখা পেয়েছে বেয়ার লেভারকুসেন। শালকে জিরো ফোরকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরে লেভারকুসেন। তবে মজার ব্যাপার হলো, দিনের বাকি তিনটা ম্যাচই শেষ হয় সমতায়। মেইঞ্জ নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে ফ্রাঙ্কফুর্টের সঙ্গে। ফ্রেইবার্গ ১-০ গোলে হারায় হ্যানোভারকে। ওয়ের্ডার ব্রেমেন বনাম হোফেনহেইমের ম্যাচটাও শেষ হয় একই ব্যবধানে।
×