ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:০৮, ২১ ডিসেম্বর ২০১৮

 নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র

বাংলানিউজ ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ নিজ দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ভ্রমণে আগ্রহী ও এখানে বসবাসকারী এসব দেশের নাগরিকদের বিশেষভাবে সতর্ক করেছে দেশ দুটি। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে এ ভ্রমণ সতর্কতা জারি করা হয়। যুক্তরাজ্য হাইকমিশন ফরেন এ্যান্ড কমনওয়েথ অফিসের বরাদ দিয়ে গত ২০ ডিসেম্বর এক ভ্রমণ সতর্কবার্তায় উল্লেখ করেছে, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন উপলক্ষে ১০-২৯ ডিসেম্বর রাজনৈতিক দলগুলো প্রচার চালিয়ে যাবে। এই নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন স্থানে সংঘাতের খবর পাওয়া গেছে। সে কারণে রাজনৈতিক দলগুলোর প্রচার র‌্যালি ও জনসমাগমের স্থানগুলো এড়িয়ে যাওয়ার জন্য ব্রিটিশ নাগরিকদের অনুরোধ করছে যুক্তরাজ্য। অপরদিকে যুক্তরাষ্ট্র দূতাবাস নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে।
×