ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘নামাজ যেমন ফরজ ঐক্যফ্রন্টকে ভোট দেয়াও তেমনি ফরজ’

প্রকাশিত: ০৫:০৪, ২১ ডিসেম্বর ২০১৮

 ‘নামাজ যেমন ফরজ ঐক্যফ্রন্টকে ভোট দেয়াও তেমনি ফরজ’

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে যুদ্ধাপরাধী মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ অন্য যুদ্ধাপরাধীদের মুক্ত করতে নতুন ফতোয়া জারি করলেন নাগেশ^রী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কাজী হাবিবুল খন্দকার। ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি বলেন, নামাজ যেমন ফরজ এই ধরনের আলেম-ওলামাদের মুক্ত করার জন্য এই বিশ দলীয় ঐক্যফ্রন্টের পক্ষে ভোট দেয়া ফরজ হয়ে পড়েছে। কোন মাওলানা যদি বলে অতিরিক্ত কথা বলছি তাহলে আমার কাছে পাঠিয়ে দিবেন চ্যালেঞ্জ করব ফতোয়া দিয়ে। গত কয়েকদিন ধরে নাগেশ^রী উপজেলার নুন খাওয়া, ভিতরবন্দ ও কালিগঞ্জ ইউনিয়নে তিনি পথসভায় প্রকাশ্যে বিচার বিভাগ ও সরকারের বিরুদ্ধাচরণ করে এসব বক্তব্য প্রচার করে যাচ্ছেন। তিনি বলেন, এখন সময়ের দাবি গোটা দেশে বিশ দলীয় ঐক্যফ্রন্টের পক্ষে জনমত গঠন করে এই সরকারকে উৎখাত করে ইসলামের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, মাওলানা সাঈদী নাকি মানুষ খুন করছে। তার পক্ষে সাক্ষী দেয়ার জন্য সুখরঞ্জন বালি পিরোজপুর থেকে এসেছে সাক্ষী দেয়ার জন্য মানুষ খুন করে নেই। এই ঘটনার পর থেকে হাইজ্যাক হয়ে গেছে সুখরঞ্জন বালি তার আর কোন খোঁজ পাওয়া যায় নেই। এইরকম সাঈদীকে বিনা দোষে জেলখানায় আটকে রাখছে। আমি শুনেছি জেলখানার মধ্যে সর্বনিম্ন কাজ দিছে খন্তা দিছে ফুলের গাছ পরিষ্কার করার জন্য। তাকে মালী করছে অপদস্ত করার জন্য। সাঈদী সাব দশবার নবীজীকে স্বপ্নে দেখছেন। ৮ থেকে ১০ হাজার অমুসলমান লোক তার হাতে মুসলমান হইছে। এই একজন বিশ^বিখ্যাত আলেম জেলখানায় বন্দী আছে। তিনি জেলখানায় বসে বুক চাপড়ে আর্তনাদ করছেন হায়রে বাংলার তৌহিদী জনগণ কখন তোমরা আমাকে মুক্ত করবে সরকার পরিবর্তন করে। নামাজ যেমন ফরজ এ ধরনের আলেম ওলামাকে মুক্ত করার জন্য ঐক্যফ্রন্টের পক্ষে ভোট দেয়া ফরজ হয়ে গেছে।
×