ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুটুলের মরদেহ শহীদ মিনারে রাখা হবে আজ

প্রকাশিত: ০৬:১৫, ২০ ডিসেম্বর ২০১৮

টুটুলের মরদেহ শহীদ মিনারে রাখা হবে আজ

স্টাফ রিপোর্টার ॥ গুণী নির্মাতা সাইদুল আনাম টুটুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে আজ বৃহস্পতিবার বেলা ১১টায়। সেখানে নাগরিক শ্রদ্ধাঞ্জলি প্রদান চলবে দুপুর ১২টা পর্যন্ত। শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার টুটুলের দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও কোথায় সমাহিত করা হবেÑ সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরিবারের ইচ্ছানুযায়ী মুক্তিযোদ্ধা হিসেবে সাইদুল আনাম টুটুলকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের বিষয়ে প্রাথমিকভাবে সরকারী সিদ্ধান্ত আসেনি। সাইদুল আনাম টুটুল মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরে যুদ্ধ করলেও মুক্তিযোদ্ধার সনদপত্র গ্রহণ করেননি। গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল আনাম টুটুল। এরপর তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার শেষ হলো তার সেই জীবনযুদ্ধ। এদিন দুপুর ৩টার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ এশা বাসার পার্শ্ববর্তী মসজিদে এই নির্মাতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমাগারে।
×