ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় নৌকার মিছিলে বোমা হামলা

প্রকাশিত: ০৬:০৫, ২০ ডিসেম্বর ২০১৮

কুষ্টিয়ায় নৌকার মিছিলে বোমা হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা ঘটেই চলেছে। বহু চেষ্টা করেও কর্তৃপক্ষ সংঘর্ষ ও হামলা থামাতে পারছে না। এসব ঘটনার মধ্যে বরিশালে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। কুষ্টিয়ায় নৌকার মিছিলে বোমা হামলা এবং ঝালকাঠি ও টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। বরিশাল ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের উজিরপুরের বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় উভয়দলের নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার রাতের এ সংঘর্ষে গুরুতর আহত বামরাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চুন্নু রাঢ়ী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাওন বালী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মুজাহিদুল ইসলামকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ভেড়ামারায় ১৪ দল ও মহাজোট মনোনীত প্রার্থী জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সমর্থিত নৌকার মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ভেড়ামারা ৩নং ব্রিজ এলাকায় জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়ের নেতৃত্বে নৌকার মিছিলে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই রাতেই ৮৬ জনকে আসামি করে ভেড়ামার থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারার ৩নং ব্রিজ এলাকা থেকে জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়ের নেতৃত্বে মহাজোট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু সমর্থিত নৌকার একটি মিছিল বের হয়। মিছিলটি নওদাপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা হঠাৎ করেই মিছিলে বোমা হামলা চালায়। এতে ২টি বোমার বিস্ফোরণ ঘটলে অন্তত ৮ জন আহত হয়। ঝালকাঠি ॥ ঝালকাঠির-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটেছে। তবে পাল্টা অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ। বুধবার সকাল ১০টায় নির্বাচনী এলাকার কাঠালিয়া উপজেলার সিকদার হাটে শাহজাহান ওমর গণসংযোগকালে তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভেঙ্গে দেয়া হয়। এই ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে বিএনপি সূত্রের দাবি। টাঙ্গাইল ॥ সখীপুরে পুলিশের গাড়িতে হামলা এবং ভাংচুরের অভিযোগ উঠেছে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বড়চওনা এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ ১৯ রাউন্ড গুলি ছুড়ে। আহতরা হলোÑ এসআই দয়াল, এএসআই ফয়েজ এবং কনস্টেবল শফিক। বাঁশখালী ॥ চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরীর গণসংযোগে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনায় জাফরুল ইসলাম চৌধুরীসহ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে অন্তত ১২ জন। বুধবার সন্ধ্যায় ৬টার দিকে সংঘটিত হামলার ঘটনায় এখনও পর্যন্ত কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হবিগঞ্জ ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচিত প্রার্থী ড. রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রচার শেষে নিজ বাড়ি জালালসাপ গ্রামের উদ্দেশে নেতাকর্মীসহ ড. রেজা নবীগঞ্জ উপজেলাধীন ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার এলাকায় পৌঁছলে সিলেট মহানগর ছাত্রদলের এক সাবেক সাংগঠনিক সম্পাদক তার মোটরসাইকেল নিয়ে ওই স্থান অতিক্রমের চেষ্টা করলে যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন ড. রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলা চালায় এবং ওই বিএনপি নেতাকে লাঞ্ছিত করে। এদিকে এ হামলা ও লাঞ্ছিতের ঘটনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য প্রদান করছে আওয়ামী লীগ ও এক্যফ্রন্ট সমর্থক নেতাকর্মীরা। ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ প্রার্থীর ইঙ্গিতেই নাকি এমন হামলার ঘটনা ঘটেছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন। কিন্তু আদৌ আওয়ামী লীগ প্রার্থী বা কোন নেতাকর্মী জড়িত নন।
×