ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়

প্রকাশিত: ০৫:১০, ১৫ ডিসেম্বর ২০১৮

 অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়

জনকণ্ঠ ডেস্ক ॥ মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুক্রবার সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক-সামাজিক সংগঠন ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুক্রবার চট্টগ্রামে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র্র শ্রদ্ধায় স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে বিজয়ের উষালগ্নে পরিকল্পিত হত্যার শিকার বুদ্ধিজীবীদের। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের উদ্যোগে বিশেষ কর্মসূচী পালিত হয়। আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, বিএনপি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, জাসদ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ছাত্র মৈত্রী, যুবমৈত্রী, মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও নেতৃবৃন্দ। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শুক্রবার রাজশাহীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে জেলা প্রশাসক এসএম. আব্দুল কাদেরের নেতৃত্বে কোর্ট শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে রাজশাহীতে। বাদ জুম্মা থেকে মহানগরীর বিভিন্ন মসজিদে কোরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লাইলা আরজুমান বানু উর্ধতন কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ও মহানগর মুক্তযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল নয়টায় জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ নিজ দলের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপিসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সিটি কর্পোরেশনের পক্ষে ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার নেতাকর্মীদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পমাল্য অর্পণ করেছে। মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শুক্রবার সকালে শহরের হরগঙ্গা কলেজের পাশেই বধ্যভূমির স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের ঢল নামে। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, পিপিআই রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনিস-উজ-জামান, স্থানীয় দৈনিক সভ্যতার আলো, মুন্সীগঞ্জ প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ঝালকাঠি নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ হামিদুল হক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম ফরিদউদ্দিন, সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন। ফরিদপুর নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর প্রত্যয় নিয়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ এরাদুল হক, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ, অধ্যক্ষ মোশাররফ আলী প্রমুখ। খাগড়াছড়ি পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি থেকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন করে কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ জাহেদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক হোসেন আহম্মদ চৌধুরী, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরনবী প্রমুখ।
×