ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শীর্ষে ‘ইডিয়ট’

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ ডিসেম্বর ২০১৮

 শীর্ষে ‘ইডিয়ট’

গুগল ইমেজে গিয়ে ইংরেজীতে ‘ইডিয়ট’ শব্দটি লিখলে ডোনাল্ড ট্রাম্পের ছবি ভেসে ওঠে, যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান এরকম বক্তব্য দেয়ার পর এ পর্যন্ত ১০ লাখের বেশিবার গুগলে ‘ইডিয়ট’ শব্দটি খোঁজা হয়েছে। কংগ্রেসে গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাইয়ের শুনানির সময় এই অদ্ভুত যোগাযোগের বিষয়টি উঠে আসে। পিচাইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, গুগলের এ্যালগরিদমে এটা কি রাজনৈতিক কোন পক্ষপাত থেকে করা হয়েছে কিনা? তিনি এই অভিযোগ নাকচ করে দেন। গুগল ট্রেন্ডের তথ্য মতে, ‘ইডিয়ট’ শব্দটি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি খোঁজা শব্দ। এর মধ্যেই এটি দশ লাখের বেশিবার খোঁজা হয়েছে। ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান জোয়ি লোফগ্রেন জানতে চেয়েছিলেন কেন ‘ইডিয়ট’ শব্দটি গুগলে লিখলে অন্য সব তথ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ভেসে ওঠে? কিভাবে এটা ঘটে? কেন খোঁজার প্রক্রিয়ায় এই বিষয়টি ঘটে? পিচাই জবাব দেন যে, ‘কোটি কোটি কি ওয়ার্ড থেকে ২০০টির বেশি বিষয় বিবেচনায় নিয়ে গুগলের সার্চ ইঞ্জিন ফলাফল তৈরি করে, যার মধ্যে প্রাসঙ্গিকতা এবং জনপ্রিয়তার মতো বিষয় রয়েছে।’ -বিবিসি
×