ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইপিএল- চূড়ান্ত নিলামে মুশফিক ও মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৬:২৭, ১৩ ডিসেম্বর ২০১৮

  আইপিএল- চূড়ান্ত নিলামে  মুশফিক ও মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলের ১২তম আসরের জন্য মোট ১০০৩ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে ৩৪৬ জন ক্রিকেটারকে নিলামের জন্য বাছাই করেছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে নিবন্ধন করেছিলেন মোট ১০ জন। তবে নিলামের জন্য বাছাইকরা চূড়ান্ত তালিকায় টিকে গেছেন কেবল মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আইপিএলে নিবন্ধন করা ক্রিকেটারদের মধ্যে ২৩২ জন ছিলেন বিদেশী। জয়পুরে আগামী ১৮ ডিসেম্বর চূড়ান্ত নিলাম অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে ৩৪৬ থেকে ৭০ জনের মতো দল পাবেন। টাইগার ক্রিকেটে সময়ের দুই অন্যতম পারফর্মার মুশফিক-মাহমুদুল্লাহ দল পান কিনা, এখন সেটিই দেখার অপেক্ষা। বাংলাদেশ থেকে নিলামে ওঠা মুশফিকুর রহীমকে রাখা হয়েছে উইকেটরক্ষক ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপী। এছাড়া অলরাউন্ডার ক্যাটাগরিতে মাহমুদুল্লাহর ভিত্তিমূল্যও সমান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ( আইপিএল) দ্বাদশ আসর শুরু হবে ২০১৯ সালের মার্চে। ২০০৮ সাল থেকে শুরু এই আয়োজনে প্রথম আসরেই বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিনার সে সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নেমেছিলেন। পরের আসরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেবারই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অংশ নেন মোহাম্মদ আশরাফুল। ২০১১ সাল থেকে শুরু হয় সাকিব আল হাসান অধ্যায়। কলকাতার হয়ে টানা সাত আসরে অংশ নিয়ে দুইবার শিরোপা জিতে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গতবার খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এবারও তাকে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের স্কোয়াডে জায়গা পেলেও মাঠে নামা হয়নি তামিম ইকবালের। ২০১৬ সালে হায়দরাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো আইপিএল শিরোপা জয়ের পাশাপাশি দারুণ বল করে জিতে নিয়েছিলেন ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার’-এর পুরস্কার। তবে ইনজুরির কারণে পরের আসরে নিজেকে তেমন মেলে ধরতে পারেনি তিনি। সর্বশেষ ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অংশ নেন কাটার মাস্টার খ্যাত এই তারকা। ইনজুরির প্রবণতা ও বিশ্বকাপকে সামনে রেখে মুস্তাফিজের বিদেশী লীগে খেলায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিলামের জন্য বাংলাদেশ থেকে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, আবু হায়দার রনি ও নাঈম হাসান। তবে নিলামের জন্য চূড়ান্ত তালিকায় টিকে থাকলেন শুধু মুশফিক ও মাহমুদুল্লহ।
×