ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ছাত্রী হত্যাকারীর বিচার দাবি

প্রকাশিত: ০৫:৫৩, ১১ ডিসেম্বর ২০১৮

কিশোরগঞ্জে ছাত্রী হত্যাকারীর বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ ডিসেম্বর ॥ কলেজছাত্রী ফৌজিয়া খানম অন্তুর (২৩) মৃত্যুকে কেন্দ্র করে নিহতের সহপাঠীদের মাঝে ও এলাকায় তোলপাড় চলছে। মৃত্যুর আগে অন্তুর লিখে রেখে যাওয়া চিরকুটে সুমন মিয়া নামে এক সহকারী জজকে দায়ী করায় ওই হত্যাকারীর বিচার দাবিতে এখন ফুঁসে উঠেছে কলেজের শিক্ষার্থীরা ছাড়াও এলাকাবাসী। সোমবার সকালে বিক্ষুব্ধরা কলেজ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ঘাতকের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছে। মানববন্ধন চলাকালে স্থানীয় কাউন্সিলর ইসমাঈল হোসেন ঈদু, ক্রীড়াবিদ হোসেন সারোয়ার লিটন, শাহজাহান কবির হিমেল, নিহতের আত্মীয়স্বজন, সহপাঠীরা ছাড়াও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার শহরের রাকুয়াইল শিক্ষকপল্লীর বাসিন্দা কুয়েত প্রবাসী ফরিদ উদ্দিন খানের মেয়ে কলেজছাত্রী ফৌজিয়া খানম অন্তু নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। অন্তু সরকারী গুরুদয়াল কলেজে ভূগোল বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন। তিনি ছিলেন তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়। রাজবাড়ীতে ৪৫ কেজি ওজনের মূর্তি উদ্ধার সংবাদদাতা, রাজবাড়ী, ১০ ডিসেম্বর ॥ রাজবাড়ীর জেলা ডিবি পুলিশ ৪৫ কেজি ওজনের বহুমূল্যবান একটি কষ্টি পাথরের ‘লক্ষ্মী-নারায়ণের’ মূর্তি উদ্ধার করেছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, রবিবার রাত সাড়ে তিনটার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুরে এক অভিযান চালায়। অভিযান চলাকালে বহরপুর রেলস্টেশনের পাশে বস্তায় ভরা অবস্থায় ৪৫ কেজি ওজনের এই কষ্টি পাথরের লক্ষ্মী-নারায়ণের মূর্তি পাওয়া যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যায়।
×