ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিখা প্রজ্বলনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিজয়মেলা শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ১১ ডিসেম্বর ২০১৮

শিখা প্রজ্বলনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিজয়মেলা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বিজয় শিখা প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয়মেলা। সোমবার বিকেলে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন গোল চত্বরে শিখা প্রজ্বলন করেন শহীদ মুরিদুল আলমের স্ত্রী জেসমিন আলম। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়মেলা পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের বিজয়মেলার পৃষ্ঠপোষক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, এবারের বিজয়মেলা এমন সময় হতে যাচ্ছে যখন অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। বিজয়ের মাসে এ নির্বাচন আমাদের জন্য অগ্নিপরীক্ষা। মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মুক্তিযোদ্ধারা নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ভূমিকা রাখবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় এ সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এ মাসেই আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। নৌকার বিজয়ের মাধ্যমে সেই জয়ের ধারা বজায় রাখতে হবে। বিজয় শিখা প্রজ্বলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাঈম উদ্দিন চৌধুরী, বিজয়মেলা পরিষদের সদস্য সচিব মোজাফফর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সাহাবউদ্দিন, পরিষদের কো চেয়ারম্যান নুর উদ্দিন চৌধুরী, সুনীল নাথ, কাউন্সিলর গিয়াস উদ্দিন, সংস্কৃতিসেবী মোঃ সাহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা আয়োজনের প্রাণপুরুষ সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ জানায়, এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে ১০ দিন চলবে বিজয়মেলা।
×