ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচন থেকে সরে গেলে আমাদের কিছু করার নেই ॥ কাদের

প্রকাশিত: ০৫:১৪, ১০ ডিসেম্বর ২০১৮

 বিএনপি নির্বাচন  থেকে সরে  গেলে আমাদের কিছু করার  নেই ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৯ ডিসেম্বর ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বপ্ন ভঙ্গের বেদনা থাকবে। যোগ্যপ্রার্থী না থাকায় মহাজোটের অনেককে মনোনয়ন দেয়া সম্ভব হয়নি। জয়লাভ করতে পারবে এমন প্রার্থীদের দল ও মহাজোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে। সিট নিয়ে বানরের পিঠাভাগ করা হয়নি। দল ক্ষমতায় এলে দল ও মহাজোটের মনোনয়নবঞ্চিতদের মূল্যায়ন করা হবে। রবিবার দুপুরে ফেনী পৌর আওয়ামী লীগ অফিসে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, দেশে নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। আগের নির্বাচনগুলোতে যে পরিবেশ ছিল তার চাইতেও বেশি সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে এখন। বিএনপি ও ঐক্যফ্রন্ট অভ্যন্তরীণ কোন্দলে ভুগছে। গুলশান ও পল্টনে মনোনয়ন বঞ্চিতরা ভাংচুর হামলা করেছে। তোপের মুখে বারবার পড়েছেন তাদের মহাসচিব। পরিবেশ বিঘ্নিত করে বিএনপি যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে আমাদের কিছু করার নেই। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রী-এমপি হিসেবে আমি কোন সুযোগ সুবিধা নিচ্ছি না। আচরবিধি লঙ্ঘন করছি না। আমি আচরণবিধি মেনেই চলছি। মন্ত্রী বলন, বেগম খালেদা জিয়া আদালতের আদেশে কারাগারে আছেন। এতে সরকারের কোন হস্তক্ষেপ নেই। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এরশাদের বিদেশে যেতে কোন বাধা নেই। আজও ইচ্ছা করলে তিনি বিদেশে যেতে পারবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের এমপি শিরিন আক্তার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানার বেগম সুরমা ও ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
×