ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিল্পভুবনে নতুন দিগন্ত সেলিব্রেটি গ্যালারি

প্রকাশিত: ০৫:৩৪, ৮ ডিসেম্বর ২০১৮

 শিল্পভুবনে নতুন দিগন্ত সেলিব্রেটি  গ্যালারি

মনোয়ার হোসেন ॥ প্রদর্শনালয়ের প্রবেশপথেই দৃশ্যমান রবীন্দ্রনাথ ঠাকুর। শুভ্র বসনে কাশফুলের মতো চুল-দাড়িতে কবিগুরু বসেছেন লেখার টেবিলে। কাগজ-কলমে আপন সৃষ্টিতে ধ্যানমগ্ন বিশ্বকবি। নজরটা ঘোরাতেই সামনে আসেন কাজী নজরুল। কারান্তরীণ জাতীয় কবি ভাঙছেন কারার ওই লৌহ কপাট। নজরুলের পাশেই জায়গা করে নিয়েছেন সাদা ধুতি পরিহিত ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। একটু পেছনে তাকাতেই দেখা যায় জনতার উদ্দেশে হাত উঁচিয়ে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার বাঁ পাশেই স্যুট পরে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিংবদন্তিদের মাঝে বিশেষভাবে দৃষ্টি কাড়েন আর্নেস্টো চে গুয়েভারা। এক হাতে পিস্তল, আরেক হাতে জ্বলতে থাকা চুরুট নিয়ে প্রসারিত দৃষ্টিতে ধরা দিয়েছেন সমাজতান্ত্রিক বিপ্লবের এই মহানায়ক। আর্জেন্টাইন বিপ্লবীর কাঁধে ঝুলছে রাইফেল। তার ঠিক ডান পাশেই করজোড়ে ¯িœগ্ধ অভিব্যক্তিতে মানবতার দূত মাদার তেরেসা। উল্টোদিকেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদিরাম। সামনে এগোতেই সাদা গাউনে সৌন্দর্যের আভা ছড়াচ্ছেন লেডি ডায়না। পাশেই আছেন বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়িকা সুচিত্রা সেন। একই সারিতে মাথায় টুপি আর হাতে লাঠি নিয়ে দাঁড়ানো চার্লি চ্যাপলিন। ঝকমকে কালো পোশাকে মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে গাইছেন পপস¤্রাট মাইকেল জ্যাকসন। অদূরেই গিটারে কাঁধে নিয়ে সঙ্গীতরত জটা চুলের বব মার্লি। উল্টো পাশে শরীরে সাটানো পিস্তল ও তলোয়ারসহ বিশেষ ভঙ্গিমায় আবির্ভূত হয়েছেন পাইরেটস অব ক্যারিবিয়ান ছবির হিরো জ্যাক স্প্যারো। তার ঠিক সামনেই খুনসুঁটি করছেন কমেডি সিরিজ থ্রি স্টুজেসের তিন চরিত্র। শেষ প্রান্তে যেতেই ভেসে আখে সুমধুর পাখির ডাক আর ভীতিজাগানো ড্রাগনের নিশ্বাস। পুলকিত আবহের মাঝে বর্শা হাতে দৃশ্যমান হয় দুনিয়া আলোড়িত করা চলচ্চিত্র অ্যাভাটারের নায়ক-নায়িকা। তাদের পাশেই বহুতল ভবনে ঝুলছেন শিশুদের প্রিয় চরিত্র স্পাইডার ম্যান। রাজধানীর শিল্পাঙ্গনে নতুন দিগন্ত মেলে ধরা সেলিব্রেটি গ্যালারিতে শোভা পাচ্ছে এসব ভাস্কর্য। ফাইবার গ্লাসের আশ্রয়ে বিশ্ববিখ্যাত রাষ্ট্রনায়ক থেকে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা কিংবা ফুটবলার থেকে চলচ্চিত্রের নানা চরিত্রের প্রতিকৃতিগুলো নির্মাণ করেছেন ভাস্কর মৃণাল হক। সেসব ভাস্কর্য নিয়ে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের আদলে এই ভাস্কর সাজিয়েছেন সেলিব্রেটি গ্যালারি। আজ শনিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে এই প্রদর্শনালয়। সেলিব্রেটিতে গ্যালারিটি স্থাপিত হয়েছে গুলশান-১ এর দুই নম্বর সড়কের ৫এ বাড়িতে। প্রায় বারো কাঠার ওপর নির্মিত দ্বিতল ভবনের নিচতলায় রয়েছে বলিউডের হার্টথ্রব শাহরুখ খান থেকে আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসিসহ ৩০ জন সেলিব্রেটির প্রতিকৃতি বা ভাস্কর্য। শাহরুখ খান, সুচিত্রা সেন বা লিওনের মেসির ভাস্কর্যগুলো যথাযথভাবে নির্মিত হয়নি। পরে এগুলোর আরও কাজ করা হবে বলে জানান শিল্পী। তিনি জানান, কিছুদিন পর বাড়ির দোতালায় ঠাঁই পাবে বিশ্ব বিখ্যাতদের আরও ৪০টি ভাস্কর্য। প্রদর্শনালয়টির উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে সঙ্গে কথা বলেন মৃণাল হক। দেশে নতুন আঙ্গিকের এই গ্যালারি স্থাপন প্রসঙ্গে শিল্পীর ভাষ্য, মানুষের মুখে শুনতাম তারা লন্ডন, প্যারিস বা আমেরিকার অনেক কিছু দেখে সেসবের প্রশংসা করছে। তখন আমার মনে হলো বিদেশে দেখে এসে কেন এদেশে গল্প করতে হবে? মাথায় খেলে গেল নতুন ভাবনা। আমরা কি এমন কিছু করতে পারি না, যা দেখে বিদেশীরাও তাদের দেশে গিয়ে বলবে বাংলাদেশ এটা দেখে আসলাম। সেই চিন্তা থেকেই আমার উদ্যোগ। সেলিব্রেটি গ্যালারিটি মূলত লন্ডনের মাদাম তুসো মিউজিমের আদলে সাজানো হয়েছে। এদেশে এমন প্রদর্শনালয় এটাই প্রথম। আমাদের দেশের মানুষ বাইরে গিয়ে তারকাদের ভাস্কর্য জাদুঘরে সময় ছবি তোলে, সময় কাটায়। আমি সেইরকম একটা কাজ দেশেই করতে চেয়েছি। তবে আমি এটাকে জাদুঘর নয় গ্যালারি হিসেবে নামকরণ করেছি। তিনি আরও বলেন, বড়লোকের বাড়ির যাতেও সাধারণ মানুষ পথেঘাটে ভাস্কর্য অবলোকন করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন সড়কের পাশে মোজাইক পেন্টিং, টাইলস নিয়ে শিল্পকর্ম নির্মাণ করেছিলাম। সেসব ভাস্কর্যের মধ্য দিয়ে আমার দেশ ও সংস্কৃতিকে তুল ধরার চেষ্টা করেছি। সবাইকে বোঝাতে চেষ্টা করছি, এগুলো ভাস্কর্য মূর্তি নয়। গ্যালারি ব্যয়ভার প্রসঙ্গে বলেন, প্রায় ৯০ ভাগ কাজই ব্যক্তিগত খরচে করেছি। এছাড়া কিছু সহযোগিতা করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আশা করি, গ্যালারিটি দেখার পর আরও অনেকেই এর ব্যাপ্তি ছড়িয়ে দিতে সহযোগিতায় এগিয়ে আসবেন। সপ্তাহের সাত দিনই খোলা থাকবে সেলিব্রেটি গ্যালারি। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা সময় কাটাতে পারবেন এই প্রদর্শনালয়ে। সর্বসাধারণের প্রবেশে কেন টিকেট সংগ্রহ করতে হবে কিনা জানতে চাইলে মৃণাল হক বলেন, এ ব্যাপারে এখনও কেন সিদ্ধান্ত হয়নি। তবে দর্শনী ছাড়া চার লাখ টাকায় ভাড়া নেয়া এই গ্যালারির খরচ চালানো অসাধ্য।
×