ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুদকের অভিযানে সরকারী বাড়ি দখলমুক্ত

প্রকাশিত: ০৪:৩৪, ৮ ডিসেম্বর ২০১৮

  দুদকের অভিযানে সরকারী বাড়ি দখলমুক্ত

স্টাফ রিপোর্টার ॥ ঘুষ লেনদেনের মাধ্যমে ও অবৈধভাবে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারী কোয়ার্টার দখলে রাখার অভিযোগ আমলে নিয়ে ঢাকা ও চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবাসন অধিদফতরের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীর ছত্রছায়ায় এসব বাড়ি দখল রাখার অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে দুদক। দুদকের জনসংযোগ শাখা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুদকের হটলাইন ১০৬-এ পাওয়া অভিযোগের প্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
×