ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় দুই মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৩, ৮ ডিসেম্বর ২০১৮

 চুয়াডাঙ্গায় দুই মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৭ ডিসেম্বর ॥ দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মাঠ থেকে গুলিবিদ্ধ দুই মাদক কারবারির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করে। বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে গোলাগুলিতে তারা নিহত হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহতরা হলো দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে ঝন্টু (৪০) এবং চারুলিয়া গ্রামের মশিউর রহমানের ছেলে ফিরোজ ওরফে ধুলো (৩৮)। নিহতদের পরিবারের সদস্যদের দাবি বুধবার রাতে তাদের পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, গোবিন্দহুদা গ্রামে দু’দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি চলছে- এমন খবর পেয়ে রাত ২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই মাদক কারবারির গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে দেহ দুটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাদের মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্ত ক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা ও তিন বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত ঝন্টু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। নিহত অপর সন্ত্রাসী ধুলো চারুলিয়ার ত্রাস। তার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ একডজনেরও বেশি মামলা রয়েছে।
×