ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবিতে থাকছে না এপিইই বিভাগ

প্রকাশিত: ০৪:৫৯, ৭ ডিসেম্বর ২০১৮

রাবিতে থাকছে না এপিইই বিভাগ

রাবি সংবাদদাতা, রাবি ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্র্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে চলতি শিক্ষাবর্ষে এপিইই বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীরা ইইই বিভাগের শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন। এছাড়া এপিইই বিভাগের বর্তমান শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে একটি কমিটিও গঠন করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগ এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম নাহিদ জানান, এপিইই বিভাগকে ইইই বিভাগে একীভূত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×