ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রয়েল মিডিয়ার কলেজ

ময়মনসিংহে অধ্যক্ষের অপসারণ দাবি

প্রকাশিত: ০৪:৫৬, ৭ ডিসেম্বর ২০১৮

ময়মনসিংহে অধ্যক্ষের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ নগরীর বেসরকারী রয়েল মিডিয়ার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্নেহাশীষ চন্দ্র দে’র অপসারণ চেয়ে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন সহকর্মীরা। সংবাদ সম্মেলনে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে স্নেহাশীষের নিয়োগ লাভ ছাড়াও ক্ষমতার অপব্যবহার, কলেজ তহবিলের অর্থ আত্মসাত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে অধ্যক্ষের সিল ব্যবহারসহ সুনির্দিষ্ট ১৩টি অভিযোগ তুলে ধরে অবিলম্বে তার অপসারণ দাবি করা হয়। বিষয়টি স্থানীয় জেলা প্রশাসনসহ শিক্ষা মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্নেহাশীষ দে অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষকদের একটি মহল অনৈতিক সুবিধা না পেয়ে অপপ্রচারে নেমেছে। এর আগেও জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের একাধিক তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি বলে দাবি স্নেহাশীষের।সংবাদ সম্মেলনে বলা হয়, কম্পিউটার শিক্ষায় শিক্ষক নিয়োগের সার্কুলারে অর্থনীতি/গণিত/ পদার্থ বিষয়ে ডিগ্রী চাওয়া হলেও কৃষিতে স্মাতক স্নেহাশীষ দে অনিয়মের মাধ্যমে নিয়োগ লাভ করেন। পাঠদানের অনুমতি পাওয়া প্রতিষ্ঠানে শিক্ষকদের নিবন্ধন থাকা বাধ্যতামূলক হলেও স্নেহাশীষের নিবন্ধন নেই।
×