ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের স্নাতক থেকে গবেষণায় আত্মনিয়োগের পরামর্শ

প্রকাশিত: ০৬:৩৬, ৬ ডিসেম্বর ২০১৮

শিক্ষার্থীদের স্নাতক থেকে গবেষণায় আত্মনিয়োগের পরামর্শ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্নাতক পর্যায় থেকে গবেষণায় আত্মনিয়োগ করার পরামর্শ দিয়েছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বুধবার বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস এ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কারাস) এ আট দিনব্যাপী একটি গবেষণা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের নবীন এম.ফিল এবং পি.এইচ.ডি গবেষক ও গবেষণায় আগ্রহী ১৮ শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ^বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ও গবেষকগণ এই কোর্স পরিচালনা করেছেন। কোর্সে রিসার্চ কনসেপ্ট, ডেটা কালেকশন ট্যুলস, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ মেথড ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত ছিল। কোর্সটি সমন্বয় করেছেন কারাসের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীষ। অনুষ্ঠান পরিচালনা করেন কারাসের রিসার্চ ফেলো তৌহিদুল হাসান নিটোল। এসময় ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও কারাসের পরিচালক শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, যারা এ গবেষণা কোর্সে অংশগ্রহণ করেছেন, আমি মনে করি তারা সামান্য হলেও শিখেছেন। তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।
×