ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান সিরিজ টেনিস

এককের সেমিতে বাংলাদেশের ছয় খেলোয়াড়

প্রকাশিত: ০৬:৩৫, ৫ ডিসেম্বর ২০১৮

এককের সেমিতে বাংলাদেশের ছয় খেলোয়াড়

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিসের বালক ও বালিকা একক এবং বালিকা দ্বৈতের খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। রমনাস্থ টেনিস কমপ্লেক্সে বালক এককে বাংলাদেশের রুমান হোসেন, জোবায়েদ উৎস, মাহাদি হাসান আলভি ও শান্ত বেপারী সেমিফাইনালে উঠেছে। বালিকা এককে ভারতের খুশালি মোদী, শ্রীলঙ্কার সাজিদা রাজিক, বাংলাদেশের মাসফিয়া আফরিন ও জারিন সুলতানা জলি শেষ চার নিশ্চিত করেছে। বালিকা দ্বৈতের সেমিতে বাংলাদেশের মাসফিয়া আফরিন ও শ্রীলঙ্কার সাজিদা রাজিক জুটি বাংলাদেশের মাসুদা বেগম ও হুমায়রা আকতার রিমি জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। জাতীয় দাবায় জিয়ার চতুর্দশ শিরোপা স্পোর্টস রিপোর্টার ॥ ওমিকন জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়শিপের সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান চ্যাম্পিয়ন হয়েছেন। ১০ খেলায় সাড়ে আট পয়েন্ট নিয়ে তিনি শিরোপা জয় করেন। জাতীয় দাবায় এটি জিয়ার ১৪তম শিরোপা জয়। ১৯৮৮ সালে জিয়া প্রথমবারের মতো শিরোপা জয় করেন। সর্বশেষ তিনি ২০১৪ সনে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। দশম বা শেষ রাউন্ডের খেলায় জিয়া নিজ দলের ফিদেমাস্টার তৈয়বুর রহমানকে হারান।
×