ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যশোরে ট্রায়াথলন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৩৪, ৫ ডিসেম্বর ২০১৮

যশোরে ট্রায়াথলন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে ‘ট্রায়াথলন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮০০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইকেল চালনা ও ৫ কিলোমিটার দৌড়Ñ এই নিয়ে ‘ট্রায়াথলন প্রতিযোগিতা’। মঙ্গলবার যশোর উপশহর পার্ক ও পার্কসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এই ‘ট্রায়াথলন প্রতিযোগিতা’। এ আয়োজনে সহযোগিতা করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। মঙ্গলবার যশোরের জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতার বিজয়ীরা হচ্ছেন পুরুষ সিনিয়র বিভাগে প্রথম হয়েছেন রফিকুল ইসলাম (যশোর ট্রায়াথলন ক্লাব), দ্বিতীয় হয়েছেন শিমুল রানা তুষার (বিজয়নগর ট্রায়াথলন ক্লাব), তৃতীয় হয়েছেন মোঃ আবু খায়ের (সৃষ্টি সুইমিং ক্লাব)। পুুরুষ জুনিয়র বিভাগে প্রথম হয়েছেন আবদুর রহমান (যশোর ট্রায়াথলন ক্লাব), দ্বিতীয় হয়েছেন আবির হাসান সাজু (যশোর সুইমিং ক্লাব), তৃতীয় হয়েছেন জিহাদ হাসান নয়ন (বিজয়নগর ট্রায়াথলন ক্লাব)। মেয়েদের সিনিয়র বিভাগে প্রথম হয়েছেন সুরাইয়া আক্তার মৌ (যশোর ট্রায়াথলন ক্লাব), দ্বিতীয় হয়েছেন শামিমা আক্তার (সৃষ্টি সুইমিং ক্লাব), তৃতীয় হয়েছেন লায়লা আক্তার (সৃষ্টি সুইমিং ক্লাব)। মেয়েদের জুনিয়র বিভাগে প্রথম হয়েছেন ফারহানা আক্তার সোনালী (অংকুর কিন্ডারগার্টেন স্কুল), দ্বিতীয় হয়েছেন ফারজানা আক্তার রুমি (অংকুর কিন্ডারগার্টেন স্কুল), তৃতীয় হয়েছেন ফাতেমা আক্তার লিসা (ডলফিন সুইমিং ক্লাব)। প্রথম পুরস্কার ৩০০০ টাকা ও মেডেল, দ্বিতীয় পুরস্কার ২৫০০ টাকা ও মেডেল, তৃতীয় পুরস্কার ২০০০ টাকা ও মেডেল। এ ছাড়া ট্রায়াথলন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে ১০০০ টাকা ও শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। উল্লেখ্য, শারীরিক ও মানসিকভাবে সুস্থ একটি সাংস্কৃতিক ও ক্রীড়ামনস্ক জাতি গঠনের লক্ষ্যে ২০১৬ থেকে জাগরণী চক্র তার কর্ম-এলাকায় সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক কর্মসূচী বাস্তবায়ন করছে।
×