ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজহারের ব্যাটে লড়ছে পাকিস্তান

প্রকাশিত: ০৬:৩২, ৫ ডিসেম্বর ২০১৮

আজহারের ব্যাটে লড়ছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড ইনিংসে লড়াইটা চালিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। দু’জনের দৃঢ়তাপূর্ণ হাফ সেঞ্চুরির সৌজন্যে আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে কিউদের সংগ্রহ ২৭৪ রান। জবাবে দ্বিতীয়দিন শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৩৯। আজহার আলি ৬২ ও আসাদ শফিক ২৬ রান নিয়ে ক্রিজে আছেন। ৭ উইকেট হাতে নিয়ে নিউজিল্যান্ডের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে সরফরজ আহমেদের দল। প্রথম টেস্টে ৪ রানের নাটকীয় জয় পেয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সমতায় ফেরে পাকিস্তান। চলমান এই টেস্টেই হবে সিরিজের ফয়সালা। ৭ উইকেটে ২২৯ রানে প্রথমদিন শেষ করে কিউইরা। মঙ্গলবার দ্বিতীয়দিন ব্যাট করতে নেমে অভিষিক্ত উইলি সমারভিলকে নিয়ে অষ্টম উইকেট জুটিটা ৪৫ রানে পরিণত করেন ওয়াটলিং। তুলে নেন নিজের ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি, পূরণ করেন টেস্ট ক্যারিয়ারে ৩০০০ রান। শেষ পর্যন্ত তিনি ৭৭ রানে অপরাজিতই থেকে যান। সমারভিল ১২ এবং এজাজ প্যাটেল ৬ রান করেন। পাকিস্তানের পক্ষে বিলাল আসিফ ৫টি ও ইয়াসির শাহ নেন ৩টি উইকেট। এর আগের দিন টসে জিতে ব্যাট করতে নামা টম লাথাম আর জিত রাভালের ২৪ রানের উদ্বোধনী জুটিটি ভাঙ্গেন অভিষিক্ত পেসার শাহীন শাহ আফ্রিদি। লাথামকে তিনি এলবিডব্লিউ করেন ৪ রানে। তিন নাম্বারে নামা কেন উইলিয়ামসন এরপর দলকে অনেকখানি বিপদের বাইরে নিয়ে গিয়েছিলেন। একটা সময় ১ উইকেটে ৭০ রান ছিল নিউজিল্যান্ডের। এমন মুহূর্তে ইয়াসির শাহর চমক। আগের টেস্টে কিউইদের রক্ত হিম করে দেয়া এই লেগস্পিনার ২ রানের ব্যবধানে তুলে নেন ৩ উইকেট। এর মধ্যে ২৩তম ওভারে টানা দুই বলে ইয়াসির আউট করেন জিত রাভাল আর রস টেলরকে। ৪৫ রান করা রাভাল পড়েন এলবিডব্লিউয়ের ফাঁদে, টেলর শূন্য রানে হন বোল্ড। এর চার ওভার পর হেনরি নিকোলসকেও বোল্ড করেন ইয়াসির। নিকোলস করেন ১ রান। ৭২ রানে ৪ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে কিউইরা। সেখান থেকে পঞ্চম উইকেটে বিজে ওয়াটলিংকে নিয়ে ১০৪ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন উইলিয়ামস। কিউই অধিনায়কও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। তার আক্ষেপ বাড়ান হাসান আলি ৮৯ রানে সাজঘরের পথ দেখিয়ে। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ২৭৪/১০ (১১৬.১ ওভার; রাভাল ৪৫, লাথাম ৪, উইলিয়ামসন ৮৯, টেইলর ০, নিকোলস ১, ওয়াটলিং ৭৭*, গ্র্যান্ডহোম ২০, সাউদি ২, সমারভিল ১২, আইজাজ ৬, বোল্ট ১ ; হাসান আলি ১/৫৮, আফ্রিদি ১/৫২, ইয়াসির ৩/৭৫, বিলাল আসিফ ৫/৬২)। পাকিস্তান প্রথম ইনিংস ॥ ১৩৯/৩ (৬১ ওভার; ইমাম ৯, হাফিজ ০, আজহার ৬২*, হারিস ৩৪, শফিক ২৬*; সাউদি ১/২৭, বোল্ট ২/৩৯)। ** দ্বিতীয়দিন শেষে
×