ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনডিআইয়ের কাছে পরিস্থিতি তুলে ধরলেন ড. কামাল

প্রকাশিত: ০৫:৫৬, ৫ ডিসেম্বর ২০১৮

এনডিআইয়ের কাছে পরিস্থিতি তুলে ধরলেন ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) সঙ্গে বৈঠক করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। রাজধানীর গুলশানের একটি হোটেলে সকাল সাড়ে ৮টা থেকে দেড় ঘণ্টার বেশি সময় এই বৈঠক হয়। বৈঠকে অংশ নেয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কামাল হোসেন একাদশ সংসদ নির্বাচনের পরিস্থিতি, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা, রাজনৈতিক পরিস্থিতি প্রভৃতি বিষয়ে এনডিআই প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। পরে কামাল হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন ও নির্বাচনের পরিবেশ প্রভৃতি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের কেমন পরিবেশ আছে তা তারা জানতে চেয়েছেন। আমরা আমাদের কথা তথ্য-উপাত্ত দিয়ে বলেছি। এনডিআইর ৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র এ্যাসোসিয়েট ও এশিয়া বিভাগের পরিচালক পিটার এম মানিকাস, বোর্ড মেম্বার ও সাউথ এশিয়ার সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিক ইন্ডার ফার্দ, ম্যানেজার ফর গ্লোবাল ইলেকশন মাইকেল ম্যাগনালটি, এনডিআইর এশিয়া রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার এডাম নেলসন ও যুক্তরাষ্ট্রের নাগরিক ফারানাজ ইস্পাহানী। ড. কামাল মঙ্গলবার একই স্থানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। গত ১৩ অক্টোবর কামাল হোসেন বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন, যারা একাদশ নির্বাচনে জোটগতভাবে অংশ নিচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সরকারের আজ্ঞাবহ থাকার কথা নয় এবং একইসঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারেন না। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এক মাস নির্বাচন পেছানোর দাবি থাকলেও মাত্র সাত দিন পিছিয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বঙ্গবন্ধু সরকারের সাবেক এই মন্ত্রী। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে রেজা কিবরিয়াসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৩ অক্টোবর বিএনপির সঙ্গে নতুন রাজনৈতিক মোর্চা গঠন করেন কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্টের নামে নব গঠিত রাজনৈতিক জোটে আরও বেশ কয়েকটি দল যোগ দেয়। সেগুলোর মধ্যে রয়েছে, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্যসহ বিএনপিপন্থী বেশ কয়েকজন পেশাজীবী।
×