ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীর দারুচিনি প্লাজার কাজ দ্রুত শেষ করার নির্দেশ

প্রকাশিত: ০৪:১৪, ৫ ডিসেম্বর ২০১৮

রাজশাহীর দারুচিনি প্লাজার কাজ দ্রুত শেষ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাঝপথে দীর্ঘদিন আটকে থাকা রাজশাহী সিটি কর্পোরেশনের অংশীদারিত্বে নির্মাণাধীন বৃহত্তর বাণিজ্যকেন্দ্র দারুচিনি প্লাজা নির্মাণকাজ আবার শুরু হতে চলেছে। স্বল্পপরিসরে হলেও এ বাণিজ্যকেন্দ্রটি দ্রুত নির্মাণ শেষে চালুর উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজশাহীর নিউমার্কেট এলাকায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নির্মাণাধীন এ মার্কেটটি পরিদর্শন করে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ কথা জানিয়েছেন। সিটি কর্পোরেশনের আয় বাড়াতে ২০০৯ সালে এএইচএম খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে শুরু হয়েছিল দারুচিনি প্লাজার নির্মাণকাজ। চুক্তি অনুযায়ী ২০১৪ সালের এপ্রিলে বাণিজ্যিক বহুতল এই ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে ফলাফল বিপর্যয় হয়। নির্বাচনে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র নির্বাচিত হলে ভবনের নির্মাণকাজ কাজ বন্ধ হয়ে যায়। থমকে যায় সিটি কর্পোরেশনের সব উন্নয়ন কার্যক্রম।
×