ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র টার্গেট করে বাতিল করা হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৭:২৭, ৪ ডিসেম্বর ২০১৮

বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র টার্গেট করে বাতিল করা হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ টার্গেট করে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একতরফা নির্বাচন করতে বিএনপির ৮০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, মনোনয়নপত্র বাতিলের মধ্যদিয়ে খালেদা জিয়া সরকারের আরও একটি আক্রোশের শিকার হলেন। কারণ, নির্বাচন কমিশন এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। বিনা অজুহাতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলের নেতাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, স্বাক্ষর না করা সত্তে¡ও আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফের মনোনয়নপত্র বৈধ হয় কীভাবে? বলা হয়েছে-সৈয়দ আশরাফের মনোনয়নপত্রে টিপসই দেয়া হয়েছে। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় অচেতন হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন। রিজভী বলেন, ল²ীপুর-৩ আসনে বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল কাগজপত্র ও অন্যান্য তথ্য দাখিল না করলেও তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের অনেক সাজাপ্রাপ্ত নেতারও মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। তিনি বলেন, সরকারের নির্দেশেই নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে। একটা ছবি হয়েছিল ‘সখি তুমি কার’? আমরা বলতে চাই নির্বাচন কমিশন তুমি কার? রিজভী বলেন, সরকারের একটা প্রলম্বিত ছায়া হচ্ছে এই নির্বাচন কমিশন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া থেকে শুরু করে সাবেক মন্ত্রী, বড় বড় নেতা সবই বাদ পড়ে গেলেন। আর আওয়ামী লীগের দÐপ্রাপ্ত নেতারা সবাই টিকে গেলেন? এখানেই বুঝা যায় কার পরামর্শে নির্বাচন কমিশন চলছে।
×