ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

লোকসাহিত্য পুরস্কার পেলেন রহমান হেনরী

প্রকাশিত: ০৫:৫৭, ৪ ডিসেম্বর ২০১৮

লোকসাহিত্য পুরস্কার পেলেন রহমান হেনরী

স্টাফ রিপোর্টার ॥ সবার কাছে পরিচিত নয় ছোট কাগজ বা লিটল ম্যাগাজিন ‘লোক’। তবে ভিন্ন ধারার পাঠকের কাছে রয়েছে এই সাহিত্য সাময়িকীর বিশেষ আবেদন। সে কারণেই লোকসাহিত্য পুরস্কারটিও নবীন বা প্রবীণ লেখকের কাছে হয়ে উঠেছে অর্থবহ। এর বাইরে একমাত্র ছোট কাগজ হিসেবে লোক ২০০৯ সাল থেকে প্রদান করে আসছে সাহিত্য পুরস্কার। সেই ধারাবাহিকতায় সোমবার আগামী বছরের পুরস্কারপ্রাপ্ত লেখকের নাম ঘোষণার সঙ্গে গত বছরের পুরস্কারজয়ী লেখকের হাতে তুলে দেয়া হলো পুরস্কার। ২০১৮ সালের লোকসাহিত্য পুরস্কার পেয়েছেন কবি রহমান হেনরী। আগামী বছর তাকে এই পুরস্কার প্রদান করা হবে। আর লেখক-চিন্তাবিদ সলিমুল্লাহ খানের হাতে তুলে দেয়া ২০১৭ সালের লোকসাহিত্য পুরস্কার। হেমন্তের সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী, প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী, কবি সৈয়দ তারিক, কবি সাজ্জাদ শরিফ ও কবি কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শামসেত তাবরেজী, কবি মোস্তাক আহমাদ দীন, প্রাবন্ধিক মোহাম্মদ আজম, কবি সোহেল হাসান গালিব ও কবি কুতুব হিলালী। ২০১৬ সালে লোক পুরস্কারপ্রাপ্ত কবি আহমেদ স্বপন মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লোক সম্পাদক অনিকেত শামীম। অনুষ্ঠানে অতিথিরা সলিমুল্লাহ খানের হাতে পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা, স্মারক ও সনদপত্র তুলে দেন। পাশাপাশি সলিমুল্লাহ খানকে নিয়ে লোক-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন আনন্দ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের শিল্পীরা। অনেক এক সুরে গেয়ে শোনায় ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা’, ‘সখি ভালবাসা কারে কয়’ ও ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে সলিমুল্লাহ খান বলেন, এর আগে জীবনে কোন পুরস্কার পাইনি। এজন্য আক্ষেপ নেই। তবে লোকসাহিত্য পুরস্কার বাজারি পুরস্কারের বাইরে লিটলম্যাগকেন্দ্রিক একটি পুরস্কার। সেজন্য এটি গ্রহণ করে ভিন্নরকম আনন্দ পাচ্ছি। আয়োজন সম্পর্কে লোক সম্পাদক অনিকেত শামীম বলেন, বাংলাদেশের ছোটকাগজ আন্দোলনে লোক’র ভূমিকা ইতোমধ্যেই সাহিত্যমহলে ব্যাপক সমাদৃত হয়েছে। ২০০৯ সালে লোক’র দশকপূর্তি উপলক্ষে লোকসাহিত্য পুরস্কারের প্রচলন করা হয়। এ পুরস্কারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, পুরস্কারপ্রাপ্ত লেখককে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। যা পৃথিবীর অন্য কোন পুরস্কারের ক্ষেত্রে ঘটেনা। ইতোপূর্বে লোকসাহিত্য পুরস্কার পেয়েছেন চঞ্চল আশরাফ, কুমার চক্রবর্তী, মুজিব মেহদী, মাহবুব কবির, ইমতিয়ার শামীম, কামরুজ্জামান কামু, সুব্রত অগাস্টিন গোমেজ ও আহমেদ স্বপন মাহমুদ।
×