ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স প্রফেশনাল ভর্তির কোটার মেধা তালিকা সোমবার প্রকাশ

প্রকাশিত: ০৫:৪৩, ৩ ডিসেম্বর ২০১৮

 মাস্টার্স প্রফেশনাল  ভর্তির কোটার  মেধা তালিকা  সোমবার প্রকাশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে বিএড/বিএমএড/ বিএসএড/ বিপিএড/ এমএড/ এমএসএড/ এমপিএড/এলএলবি শেষ বর্ষ ভর্তি কার্যক্রমের কোটার মেধা তালিকা সোমবার (৩ ডিসেম্বর) ২০১৮ তারিখ প্রকাশ হচ্ছে। উক্ত ফল একইদিন বিকেল ৪টা থেকে ঝগঝ এর মাধ্যমে nuatpmroll no লিখে ১৬২২২ নাম্বারে send করে এবং রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে। এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম রবিবার জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়/ অন্য বিশ্ববিদ্যালয়ে যে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০১৯ সালের মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের উল্লেখিত কোর্সসমূহে ভর্তি হতে পারবে না। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
×