ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্ধুকে বাঁচাতে নতুন নজির

প্রকাশিত: ০৪:৫৬, ৩ ডিসেম্বর ২০১৮

 বন্ধুকে বাঁচাতে নতুন নজির

সহিংসতা কবলিত জম্মু ও কাশ্মীরে বন্ধুত্বের অপূর্ব নিদর্শন এটা। মরণাপন্ন মুসলিম বন্ধুকে বাঁচাতে মানবতার নতুন নজির তৈরি করলেন উধমপুরের ২৩ বছরের শিখ তরুণী মনজ্যোৎ সিংহ কোহলি। প্রাণের বন্ধু ২২ বছরের সমরিন আখতারকে নিজের একটি কিডনি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু তার এই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে তার নিজেরই পরিবার। অযথা দেরি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সে কারণে কিডনি দেয়ার ছাড়পত্র জোগাড় করতে শেষ পর্যন্ত আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন শিখ তরুণী। ওই তরুণী সাংবাদিকদের বলেছেন, সমরিন আমার চার বছরের পুরনো বন্ধু। ও খুব ভাল বন্ধু হলেও ভেতরে ভেতরে এতটা অসুস্থ হয়ে পড়েছে, তা জানায়নি আমাকে। অন্য একজন বন্ধু আমাকে বিষয়টি জানায়। আমার খারাপ সময়ে পাশে ছিল সমরিন। এখন ওর খারাপ সময়। তাই পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। ওর অসুস্থতার কথা শোনার পরই আমি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। -জিনিউজ অবলম্বনে।
×