ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালের মাঠে বোকা-রিভারপ্লেটের আগুন লড়াই

প্রকাশিত: ০৭:২৯, ২ ডিসেম্বর ২০১৮

রিয়ালের মাঠে বোকা-রিভারপ্লেটের আগুন লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ আর্জেন্টিনায় হচ্ছে না কোপা লিবারতোদোরেস ফাইনালের দ্বিতীয় লেগ। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ‘কনমেবোল’ নিশ্চিত করেছে, রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে রিভারপ্লেট বনাম বোকা জুনিয়র্সের ম্যাচটি। দিনক্ষণও চূড়ান্ত, আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের সেই ম্যাচ। একই সঙ্গে দ্বিতীয় লেগের আয়োজক রিভারপ্লেট ক্লাবকে চার লাখ ডলার জরিমানাও করা হয়েছে। নিজেদের মাঠে তাদের পরবর্তী দুটি ম্যাচ দর্শকশূন্য অবস্থায় হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। লিবারতোদোরেসের ফাইনাল সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস বলেন, ‘এটি একটি দারুণ খবর। এমন একটি ঐতিহাসিক ম্যাচ আয়োজন ও উদযাপনে কনমেবোলকে সর্বোচ্চ সহায়তা করব আমরা। দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টের ফাইনালকে সফলভাবে আয়োজনে আমাদের সব অভিজ্ঞতা কাজে লাগাব।’ কোপা লিবারতোদোরেসের অল আর্জেন্টাইন ফাইনালের দ্বিতীয় লেগ হওয়ার কথা ছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ার্সের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে ২৪ নবেম্বর। কিন্তু বোকা জুনিয়র্সের ফুটবলারদের বহনকারী বাসে রিভারপ্লেটের সমর্থকরা হামলা চালালে প- হয়ে যায় ওই ম্যাচ। হামলায় বোকার বেশ কয়েকজন ফুটবলারও আহত হয়েছিলেন। বোকার মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। জামিন পেলেন ফুটবলার মিন্টু শেখ স্পোর্টস রিপোর্টার ॥ জামিন পেয়েছেন মিন্টু শেখ। সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ডিফেন্ডার-অধিনায়ক ক’দিন আগে তার প্রথম স্ত্রীর করা মামলার প্রেক্ষিতে পুলিশের কাছে প্রেফতার হয়ে জেলহাজতে গিয়েছিলেন। বৃহস্পতিবার মীমাংসার শর্তে জামিন মঞ্জুর করেছেন মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জানা গেছে, বিষয়টি মীমাংসা করে নেয়ার শর্তে মিন্টুকে জামিন দিয়েছেন আদালত। মীমাংসা না হলে আদালত ব্যবস্থা নেবেন। ২০১০ এসএ গেমস ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য ছিলেন মিন্টু। এই সেন্টারব্যাক এর আগে খেলেছেন শেখ জামাল, ফেনী সকারসহ আরও কিছু ক্লাবে।
×