ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজ্যপালের মহানুভবতা...

প্রকাশিত: ০৬:২০, ২ ডিসেম্বর ২০১৮

রাজ্যপালের মহানুভবতা...

লাল বাতি লাগানো গাড়ি আগে যাবে, সে কারণে অনেক সময়ই ভুগতে হয়ে সাধারণ জনগণকে। অনেক সময় এ্যাম্বুলেন্সও আটকে দেয়া হয় পথের মাঝে। কিন্তু তারই ব্যতিক্রম ঘটালেন ভারতের অরুণাচল প্রদেশের রাজ্যপাল, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়র বি ডি মিশ্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। প্রসব বেদনায় কাতর এক অন্তঃসত্ত্বা নারীকে নিজের হেলিকপ্টারে করে দুশ কিলোমিটার দূরে ইটানগরের এক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। পথিমধ্যে, তেজপুরে রিফিউয়েলিংয়ের জন্য দাঁড়িয়েছিল রাজ্যপালের হেলিকপ্টার। তাই সেখান থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারের ব্যবস্থা করেন রাজ্যপাল। ইটানগরে রাজভবনের হেলিপ্যাড থেকে এ্যাম্বুলেন্সে করে ওইনোরীকে নিয়ে যাওয়া হয় হিমা হাসপাতালে। ওই নারীর সঙ্গে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। পুরো ব্যাপারটি তদারকি করেছেন বি ডি মিশ্র। পাহাড়ী সড়কে তাওয়াং থেকে ইটানগর পৌঁছাতে অন্তত ১৫ ঘণ্টা লাগে। কিন্তু রাজ্যপালের তৎপরতায় মাত্র দুই ঘণ্টায় হাসপাতালে পৌঁছে যান আসন্নপ্রসবা ওই নারী। জানা গেছে, পরে ওই নারী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এবং তারা দুজনেই সুস্থ রয়েছেন। খবর পেয়ে তাদের শুভেচ্ছাবার্তা পাঠান রাজ্যপাল বি ডি মিশ্র।-ওয়েবসাইট অবলম্বনে।
×