ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য গণমাধ্যমের প্রতি জাপার আহ্বান

প্রকাশিত: ০৬:১২, ২ ডিসেম্বর ২০১৮

উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য গণমাধ্যমের প্রতি জাপার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টি। শনিবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২০টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। তাছাড়া মহাজোটের সঙ্গে আসন বণ্টন এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই প্রেক্ষাপটে মনোনয়ন বঞ্চিতরা গত কয়েকদিন ধরে এরশাদের বনানী কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন। অনেকেই সরাসরি দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মনোনয়নের জন্য অর্থ নেয়ারও অভিযোগ করেন। সর্বশেষ মনোনয়ন বঞ্চিতদের বনানী কার্যালয় ভাংচুরের পরিপ্রেক্ষিতে সেখানে তালা লাগিয়ে দেয়া হয়। এ রকম খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে শনিবার আনুষ্ঠানিক বক্তব্য এলো। জাপার বার্তায় বলা হয়, সম্প্রতি জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির শীর্ষ নেতাদের হেয়প্রতিপন্ন করতে কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভুয়া ও তথ্যহীন সংবাদ পরিবেশন করছে। এতে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে এক ধরনের ভুল বোঝাবুঝি এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই গণমাধ্যমের বন্ধুদের সংবাদ প্রকাশ/প্রচার ও সম্প্রচারের পূর্বেই বিষয়টি নিশ্চিত হতে অনুরোধ করা যাচ্ছে। দলীয় বার্তায় আরও বলা হয়, ক’দিন ধরে গণমাধ্যমের একাংশ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি শওকত চৌধুরীর বরাত দিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরছে যিনি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নীলফামারী-৪ আসনে নির্বাচন করছেন। তার বরাত দিয়ে সংবাদ পরিবেশনের কারণে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শওকত চৌধুরী। এছাড়া নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেও তিনি সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানিয়েছেন। শওকত চৌধুরী পার্টিকে জানিয়েছেন একটি অসৎ উদ্দেশ্য থেকেই তার বরাত দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। এছাড়া কাজী মোঃ মামুনুর রশিদ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। এবার ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
×