ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে পরীক্ষা দেয়া হলো না তাকিয়ার

প্রকাশিত: ০৪:১৫, ২৯ নভেম্বর ২০১৮

শেরপুরে পরীক্ষা দেয়া হলো না তাকিয়ার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৮ নবেম্বর ॥ নালিতাবাড়ীতে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় নিহত হয়েছে তাকিয়া (১৪) নামে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী। বুধবার সকালে পৌর শহরের চরপাড়া মহল্লায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত তাকিয়া উপজেলার গোজাকুড়া গ্রামের কিবরিয়া হোসেনের কন্যা ও আবদুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা যায়. বুধবার সকাল ৯টার দিকে আবদুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী তাকিয়াকে বার্ষিক পরীক্ষার উদ্দেশে মোটরবাইকে করে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন তাদের বাবা কিবরিয়া হোসেন। পথিমধ্যে নালিতাবাড়ী শহরের চরপাড়া মহল্লায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছনে বসা তাকিয়া ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ নিহত তাকিয়ার লাশ উদ্ধার করে। তবে ঘটনার পরই ঘাতক ট্রলি ও তার চালক পালিয়ে যায়। মৃত্যুর কাছে হেরে গেলেন পুলিশ কর্মকর্তা নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আশুলিয়া থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা এস আই কবির হোসেন (৫২)। বুধবার ভোরে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পরে নিহতের মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যায় স্বজনরা। নিহত এস আই কবির হোসেন গোপালগঞ্জ জেলার সদর থানার মৃত আবদুল মান্নান হোসেনের ছেলে। তার বিশ^বিদ্যালয় পড়ুয়া এক ছেলে ও কলেজ পড়ুয়া এক মেয়ে রয়েছে। গত বছরের ১ নবেম্বর তিনি আশুলিয়া থানায় যোগদান করেন। উল্লেখ্য, ২৩ নবেম্বর বিকেল ৩টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন পলাশবাড়ির ‘আমার স্কুল’ এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে কবির হোসেনের মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে এনাম মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে এদিন ভোরে তিনি পরলোকে পাড়ি জমান। দিনাজপুরে আরোহী স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন জানান, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি হতে বাইসাইকেল নিয়ে ঝাড়বাড়ি বাজারে আসার পথে উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালী পাড়া গ্রামে তাকে চাপা দেয় একটি ট্রাক্টর। স্থানীয় লোকজন গুরুতর আহত মোঃ আবুল হোসেনকে (৬০) দিনাজপুর এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। নিহত মোঃ আবুল হোসেন উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালী পাড়া গ্রামের মৃত মোঃ বিষ্ণু মিয়ার ছেলে। ঘাতক চালক ট্রাক্টর রেখে পালিয়ে গেলে স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করে ইউনিয়ন পরিষদে জমা দেয়।
×