ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইস্কাটন ও উত্তরায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ নভেম্বর ২০১৮

ইস্কাটন ও উত্তরায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ইস্কাটন ও উত্তরায় দুটো ভবনে অগ্নিদুর্ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর মিলেনি। মঙ্গলবার বেলা তিনটায় ইস্কাটনে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বাসার রান্নাঘরে হঠাৎ চুলা থেকে আগুন ধরে যায়। এ সময় বাসার কেউ টের না পেলেও পাশের ভবন থেকে লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকল বাহিনী সূত্র জানায়, ৫১ ইস্কাটনের ১৮ তলা ভবনের ১০ তলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বাসা। বেলা সাড়ে তিনটায় হঠাৎ পাশের বাড়ির বাসিন্দারা এই ভবনের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে চিৎকার করতে শুরু করে। এ সময় নিচে থাকা পথচারীরাও উপর দিকে তাকিয়ে দেখতে পায় ধোঁয়ার কু-লি বের হচ্ছে। দশ ফুট দূরের পাশের বহুতল ভবনের বাসিন্দারা নিজ নিজ ঘরের জানালা দিয়ে ব্যারিস্টার রফিকের বাসায় রান্নার ঘরে পানি ছিটাতে থাকে। এক পর্যায়ে ধোঁয়া কমে আসে। আধঘণ্টা পর দমকল বাহিনী এসে দেখতে পায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারা ওই বাসায় গিয়ে জানতে পারেন রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এদিকে উত্তরায় একটি ছয়তলা ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মালয়েশিয়া অভিমুখী রোহিঙ্গাদের আরও একটি নৌকা আটক বিডিনিউজ ॥ সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গা মুসলমানদের একটি নৌকা জব্দ করেছে মিয়ানমার নৌবাহিনী। নৌকায় নারী ও শিশুসহ মোট ৯৩ জন আরোহী ছিল। তারা রাখাইন রাজ্যের রাজধানী সিতউইর ‘থায়ে চাউং’ ক্যাম্প থেকে পালিয়েছে বলে জানান দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, মিয়ানমারের দক্ষিণের উপকূলবর্তী শহর দাউইর জেলেরা সাগরে ‘সন্দেহজনক’ নৌযান দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ‘রবিবার আমাদের নৌবাহিনী নৌকাটি জব্দ করে সেটির ৯৩ আরোহীকে আটক করে। আটক ব্যক্তিরা থায়ে চাউং ক্যাম্প থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছে।
×